সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লিভ ইনে ছিলেন। সব কিছু ভালোই চলছিল। টাকা, গয়না-সহ নানা উপহার দিতে প্রেমিকাকে। কিন্তু হঠাৎই ছন্দপতন। সম্পর্ক ভেঙে গেলে উপহার হিসাবে দেওয়া সেই টাকা, গয়নাই প্রেমিকার থেকে ফেরত চান যুবক। আর এতেই খড়্গহস্ত হয়ে ওঠেন ওই তরুণী। যুবককে মারধর করে বিষ খাইয়ে দেওয়ার অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি উত্তরপ্রদেশের হামিরপুরের বাসিন্দা শৈলেন্দ্র গুপ্ত নামে ওই যুবককে।
জানা গিয়েছে, পেশায় মেডিক্যাল রিপ্রেসেন্টেটিভ শৈলেন্দ্র। মাহোবার একটি সংস্থায় কাজ করেন তিনি। চার বছর আগে ওই তরুণীর সঙ্গে পরিচয় হয়েছিল পরিচয়ের প্রথম পরিচয় থেকে বন্ধুত্ব তারপর সেই সম্পর্ক গড়ায় প্রেমে। এর পরেই একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেন শৈলেন্দ্র এবং ওই তরুণী। হামিরপুরে একটি বাড়ি ভাড়া নেন দু’জনে। প্রথম প্রথম সব ঠিকই ছিল। শৈলেন্দ্রের অভিযোগ, লিভ ইনে থাকার সময় তরুণীকে লক্ষ লক্ষ টাকার গয়না এবং প্রায় চার লক্ষ টাকা নগদ দিয়েছিলেন। কিন্তু ওই তরুণী অন্য সম্পর্কে জড়িয়ে পড়েন। যা জানার পর সম্পর্ক থেকে বেরিয়ে আসেন তিনি।
পুলিশ জানিয়েছে, সম্প্রতি ভাড়া বাড়িতে নিজের জিনিস আনতে গিয়েছিলেন শৈলেন্দ্র। ওই টাকা-গয়না ফেরত চাইতেই দু’জনের মধ্যে তুমুল বচসা হয়। অভিযোগ, তখন সেখানে তরুণীর সঙ্গীরাও উপস্থিত ছিলেন। সকলে মিলে শৈলেন্দ্রকে বেধড়ক মারধর করে। তারপর জোর বিষ খাইয়ে দেয়। পরে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় ওই যুবককে। চিকিৎসা চলছে তাঁর। কিন্তু ঘটনার পর থেকেই পলাতক ওই তরুণী ও তাঁর সঙ্গীরা। তাঁদের খুঁজতে শুরু করেছে পুলিশ। পাশাপাশি ঘটনার তদন্তও চলছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.