Advertisement
Advertisement
Uttar Pradesh

যোগীরাজ্যে জমি বিবাদে খুন কিশোর, ছেলের কাটা মাথা কোলে পথে বসে শোকে পাথর মা!

দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Uttar Pradesh Teen's Head Chopped Off and Mother Sits With It In Lap For Hours
Published by: Kishore Ghosh
  • Posted:October 30, 2024 7:50 pm
  • Updated:October 30, 2024 7:52 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যোগীরাজ্যে জমি বিবাদের জেরে ভয়ংকর হত্যাকাণ্ড। ১৭ বছরের কিশোরকে নৃশংসভাবে খুন করল একদল দুষ্কৃতী। তরোয়াল দিয়ে ধড় থেকে কিশোরের মাথা আলাদা করে দেয় তারা। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন ওই কিশোরের মা। রাস্তায় পড়ে থাকা ছেলের মাথা কোলে তুলে নেন তিনি। এভাবেই দীর্ঘক্ষণ রাস্তায় বসে থাকেন তিনি। পরে পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। ঘটনার তদন্তে নেমে দুই দুষ্কৃতীকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, বুধবার ভয়ংকর এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের জৌনপুরে কবিরুদ্দিন নামের একটি গ্রামে। মৃত যুবকের নাম অনুরাগ যাদব। বাবা রামজিৎ যাদবের সঙ্গে দীর্ঘ চার দশক ধরে বিবাদ চলছিল অন্য একটি পরিবারের। ওই ঘটনার জেরেই এদিন একদল দুষ্কৃতী অনুরাগকে তাড়া করে। সতেরো বছরের কিশোর পালানোর চেষ্টা করলেও পেরে ওঠেনি। এর পরেই তরোয়ালের কোপে ধর থেকে অনুরাগের মুন্ডু আলাদা করে দেয় ওই দুষ্কৃতীর।

Advertisement

স্বভাবতই গ্রামবাসীরা এই দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন। তারাই পুলিশে খবর দেন। অন্যদিকে ছেলেকে খুনের খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন অনুরাগের মা। তিনি ছেলের কাটা মুন্ডু কোলে তুলে শোক পাথর হয়ে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকেন রাস্তায়। পরে পুলিশ দেহ উদ্ধার করে। জৌনপুরের পুলিশ সুপার অজয় পাল শর্মার বক্তব্য, জমি নিয়ে বিবাদের জেরেই এই খুন বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। যদিও মূল হত্যাকারী পলাতক। ধৃতদের জেরা করে পলাতক ব্যক্তির নাগাল পাওয়ার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement