Advertisement
Advertisement
Badrinath

অযোধ্যার পর বদ্রীনাথে মুখ পুড়ল বিজেপির, হার ম্যাঙ্গালৌরেও! বাজিমাত কংগ্রেসের

অন্য রাজ্যের মতো উত্তরাখণ্ডেও উপনির্বাচনে পর্যুদস্ত গেরুয়া শিবির।

Uttarakhand ByPoll 2024: BJP lost in Manglaur, Badrinath seats
Published by: Biswadip Dey
  • Posted:July 13, 2024 6:08 pm
  • Updated:July 13, 2024 10:26 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অযোধ্যার পরে বিজেপির মুখ পুড়ল বদ্রীনাথেও (Badrinath)। হারতে হয়েছে ম্য়াঙ্গালৌরেও। যদিও দ্বিতীয় কেন্দ্রটি বিজেপির হাতে কখনওই ছিল না। কিন্তু বদ্রীনাথের আসনটি গেরুয়া শিবিরের হাতে ছিল। সেখানেও হারতে হল গেরুয়া শিবিরকে। উত্তরাখণ্ডের (Uttarakhand) দুই বিধানসভা কেন্দ্রেই উপনির্বাচনে বিজেপির এই হারকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

কেন এই দুই কেন্দ্রেই হারতে হল বিজেপিকে (BJP)? মনে করা হচ্ছে, এর পিছনে দুটি কারণ রয়েছে। এক, কংগ্রেসের দুই প্রার্থীই দীর্ঘদিন ধরে দলীয় সংগঠনের সঙ্গে যুক্ত। ম্যাঙ্গালৌরে হাত শিবিরের প্রার্থী ছিলেন কাজি নিজামুদ্দিন। তিনি দীর্ঘদিন ধরে দলের সঙ্গে যুক্ত। যদিও একদা বিএসপির সদস্য ছিলেন তিনি। আবার বদ্রীনাথে ৪৯ বছরের লখপত সিং বুটোলার উপরে ভরসা রেখেছিল কংগ্রেস। তাঁরও দলীয় সংগঠনের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক। আর এখানেই ভুল করেছে বিজেপি। তাদের ম্যাঙ্গালৌর প্রার্থী কর্তার সিং কিংবা বিজেপির রাজেন্দ্র ভাণ্ডারির কেউই সেই অর্থে বিজেপির সাংগঠনিক শক্তির অংশ নয়। এই দুই মুখের উপরে বাজি রেখেই তাই ভুল করল গেরুয়া শিবির, মনে করছে ওয়াকিবহাল মহল।

Advertisement

[আরও পড়ুন: ‘গোল্ডেন ডাকু’ সুবোধ সঙ্গীর সঙ্গে পরকীয়া, প্রেমিকের হাত ধরে ডাকাতদল তৈরি ‘চাচি’র!]

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ-সহ সাতটি রাজ্যের ১৩টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে দুর্দান্ত ফল করছে ইন্ডিয়া জোট। আগামী কয়েক মাসের মধ্যে একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে। তার আগে এনডিএ জোটের বড় ধাক্কা নিঃসন্দেহে গেরুয়া শিবিরে আতঙ্কের সঞ্চার করবে। এখনও পর্যন্ত পাওয়া হিসেব বলছে ১০টি আসনেই জয়লাভ করতে চলেছে বিরোধীরা। সেখানে বিজেপির জয়ের সম্ভাবনা রয়েছে মাত্র দুটিতে। নীতীশ কুমারের জেডিইউ জিততে চলেছে একটিতে। অর্থাৎ সব মিলিয়ে এনডিএ (NDA) ৩, ইন্ডিয়া জোট (INDIA bloc) ১০- এই সম্ভাবনাই প্রবল।

[আরও পড়ুন: ‘বাংলায় কথা বলুন’, পুরসভার অধিবেশনে বিজেপি কাউন্সিলরের হিন্দি বুলি থামালেন ফিরহাদ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement