BREAKING NEWS

২২ জ্যৈষ্ঠ  ১৪৩০  মঙ্গলবার ৬ জুন ২০২৩ 

READ IN APP

Advertisement

উন্মত্ত জনতার রোষ থেকে একাই মুসলিম যুবককে বাঁচিয়ে হিরো গগনদীপ

Published by: Sangbad Pratidin Digital |    Posted: May 26, 2018 9:02 am|    Updated: May 26, 2018 9:02 am

Uttarakhand: Sikh cop fights mob, saves Muslim youth

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘চিড়িয়া নাল যে বাজ লড়াওয়া তান গুরু গোবিন্দ নাম ধরাবা।’ মানে, ‘যেদিন বাজপাখির সঙ্গে চড়ুইকে লড়তে শেখাব সেদিন নিজেকে গুরু গোবিন্দ সিং বলে পরিচয় দেব।’ বিশাল মোঘল সাম্রাজ্যের বিরুদ্ধে এভাবেই হুঙ্কার দিয়েছিলেন দশম শিখ গুরু। অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন তিনি। গুরু গোবিন্দ সিংয়ের ত্যাগ ও বাণী আজও ভোলেনি শিখ সম্প্রদায়। তাই বিন্দুমাত্র প্রাণের ভয় না করে উন্মত্ত জনতার সামনে একাই রুখে দাঁড়ালেন গগনদীপ সিং। নীল পাগড়ি সুরমা চোখের হট্টাকট্টা শিখ যুবক। আইপিএলের এই রমরমা সময়েও তিনিই এখন সোশ্যাল মিডিয়ায় টক্কর দিচ্ছেন শাহরুখ-ধোনি-বিরাটদের সঙ্গে। তাঁর ভিডিও-ছবি আর বীরত্বের খবর ছড়িয়েছে গোটা দেশে। ভাইরাল হয়েছে, ফেসবুক, টুইটার, ইউটিউবে।

[OMG! সাতসকালে বাড়িতে এক কাপ গরম চা নিয়ে হাজির হবে ড্রোন!]

দেশে যখন ছড়িয়ে পরছে ধর্মের নামে উন্মাদনা, তখন নয়া নজির গড়লেন এই পুলিশ অফিসার। নিজের প্রাণের পরোয়া না করে এক মুসলিম যুবককে উন্মত্ত জনতার হাত থেকে বাঁচিয়েছেন গগনদীপ। বিক্ষুব্ধ শ’খানেক ব্যক্তি যখন লাঠি নিয়ে মারতে উদ্যত, পারলে তখনই মাটিতে ফেলে পিটিয়ে পিষে ফেলে তাকে ঠিক তখনই ঘটনাস্থলে পৌঁছে বাধা দেন গগনদীপ। একহাতে ওই মুসলিম যুবককে আগলে অন্য হাতে ক্ষিপ্ত জনগণকে তাঁর বাধা দেওয়ার আপ্রাণ চেষ্টা দেখে মুগ্ধ আমজনতা। বলতে গেলে, নিশ্চিত মৃত্যুর হাত থেকে ওই যুবককে বাঁচিয়ে দেন গগনদীপ। আর সেই ভিডিও ভাইরাল হতেই গগনদীপের প্রশংসা ছড়িয়ে পড়ে সর্বত্র। শুধু সাধারণ ইউজাররাই নয়, বিশিষ্টরাও শেয়ার করেন ওই ভিডিও। সঙ্গে জুড়ে দেন প্রশংসামূলক মন্তব্য। কেউ লেখেন ‘ভারতের হিরো’। কেউবা লেখেন, “ব্রাভো! গোটা হিন্দুত্ববাদী সেনাকে একাই রুখলেন এই শিখ পুলিশ অফিসার।”

ঘটনাটি ঘটে উত্তরাখণ্ডের রামনগরে। জিম করবেট ন্যাশনাল পার্কের কাছেই। সেখানেই একটি মন্দিরের সামনে ওই মুসলিম যুবককে তাঁর হিন্দু প্রেমিকার সঙ্গে দেখে আক্রমণ করে স্থানীয় জনগণ। রোষের মুখে পড়ে তরুণীটিও। পরে গণপিটুনির হাত থেকে তাঁদের বাঁচিয়ে থানায় নিয়ে আসার পর পুলিশ মেয়েটিকে তাঁর পরিবারের হাতে তুলে দেয়। উল্লেখ্য, দেশজুড়ে ক্রমশ বেড়ে চলেছে ধর্মের নামে উন্মাদনা। লাভ জেহাদ থেকে শুরু করে গোরক্ষার নামে চলছে মৌলবাদীদের দৌরাত্ম্য। এমনই পরিস্থিতিতে সৌহার্দ্য ও বীরত্বের নজির গড়লেন ওই শিখ পুলিশ অফিসার।

[থানার ভিতরই মহিলা পুলিশকর্মীর উপর হামলা, অভিযোগ এক মহিলার বিরুদ্ধেই]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে