Advertisement
Advertisement
Mehboob Mufti

‘মুসলিম রাষ্ট্র বলেই কি পাকিস্তানের সঙ্গে আলোচনা নয়?’ কেন্দ্রের উদ্দেশে প্রশ্ন মুফতির

৩৭০ ধারার বিলোপের পরও কেন কাশ্মীরে সেনা মোতায়েন? কটাক্ষ পিডিপি নেত্রীর।

Why can't Centre talks to Pakistan if they can do it with China: Mehboob Mufti | Sangbad Pratidin

ফাইল ছবি।

Published by: Biswadip Dey
  • Posted:November 29, 2020 7:34 pm
  • Updated:November 29, 2020 11:13 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিন (China) লাদাখে ঢুকে ভারতীয় ভূখণ্ড দখলের পথে হাঁটলেও তাদের সঙ্গে আলোচনা চলতে পারে। অথচ পাকিস্তানের সঙ্গে কোনও কথোপকথনেই রাজি নয় কেন্দ্র। মুসলিম দেশ বলেই কি এই অনাগ্রহ? রবিবার কেন্দ্রের উদ্দেশে এমনই প্রশ্ন ছুঁড়ে দিলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি নেত্রী মেহবুবা মুফতি (Mehboob Mufti)।

শনিবার জম্মু-কাশ্মীরে ছিল জেলা উন্নয়ন পরিষদের নির্বাচন। উপত্যকা থেকে ৩৭০ ধারা বিলুপ্তির পর প্রথম ভোট মিটেছে নির্বিঘ্নেই। রবিবার এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রের বিজেপি (BJP) সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে মেহবুবা প্রশ্ন তোলেন ‘‘ওরা বলে, মুসলিমরা পাকিস্তান‌ি, শিখরা খালিস্তানি আর সমাজবাদীরা আরবান নকশাল। তাহলে ভারতীয় কারা? কেবল বিজেপি?’’ আক্রমণাত্মক মেজাজে তাঁর আরও বক্তব্য, ‘‘সারা দেশেই বিরোধীদের অবদমন করে রাখা হয়েছে। ইডির মতো প্রতিষ্ঠানগুলি ওদের টার্গেট করে রেখেছে। আমাদের প্রার্থী, সদস্যদের কোনও নিরাপত্তাই নেই।’’ 

Advertisement

[আরও পড়ুন: ‘ও শান্তিতে ঘুমোচ্ছে’, ছেলেকে খুন করে সারারাত মৃতদেহের সঙ্গে শুয়ে রইল বাবা ]

শুক্রবারই পিডিপি নেত্রী অভিযোগ করেছিলেন, তাঁকে বেআইনিভাবে আটক করেছে পুলিশ। সে প্রসঙ্গেও এদিন মুখ খোলেন তিনি। তাঁর কথায়, ‘‘আমাকে আটক করা প্রসঙ্গে নির্বাচন কমিশন যা বলেছে, তা শুনে আমি হতাশ। যেদিন থেকে আমরা জানিয়েছি জেলা উন্নয়ন পরিষদের নির্বাচনে লড়ার কথা, তখন থেকেই আমাদের দলীয় সদস্যদের উপরে অত্যাচার বেড়ে গিয়েছে।’’এদিনের সাংবাদিক সম্মেলনে ৩৭০ ধারার বিলোপ নিয়ে কেন্দ্রের উদ্দেশে তাঁর প্রশ্ন, ‘‘যদি ৩৭০ ধারার বিলোপই সমাধান হত, তাহলে কেন এখনও কাশ্মীরে সেনা মোতায়েন রয়েছে?’’

Advertisement

[আরও পড়ুন: ‘বিরোধিতা বন্ধ করুন, রোহিঙ্গা-বাংলাদেশিদের তাড়াবই’, ওয়েইসির গড়ে হুঙ্কার অমিত শাহর]

প্রসঙ্গত, গত বছরের আগস্টে জম্মু ও কাশ্মীর (Jammu and Kashmir) থেকে ৩৭০ ধারা (Article 370) বাতিল করে সেটিকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সময়ই মেহবুবা মুফতি-সহ কাশ্মীরের প্রথম সারির রাজনৈতিক নেতাদের গৃহবন্দি করে রাখা হয়েছিল। এক বছরেরও বেশি সময় গৃহবন্দি থাকার পর মাসখানেক আগে মুক্তি পেয়েছেন পিডিপি নেত্রী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ