Advertisement
Advertisement

Breaking News

‘ধর্ষকদের আড়াল করতে জাতীয় পতাকা! এটা কি দেশদ্রোহিতা নয়?’

প্রশ্ন দেশবাসীরও৷

'Why Sheild Kathua Rapists with natioanl flag?'
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 13, 2018 12:41 pm
  • Updated:January 10, 2019 4:15 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কে কতখানি জাতীয়তাবাদী, এ দেশে যেন তা প্রদর্শনের প্রতিযোগিতা চলে৷ এমনকী সিনেমা হলে জাতীয় সংগীত চালিয়েও এখন দেশবাসীকে দেশপ্রেমের প্রমাণ দিতে হয়৷ বিরুদ্ধ মতকে থামিয়ে দিয়ে বলা হয়, ঘণ্টার পর ঘণ্টা রেস্তরাঁর বাইরে লাইন দেওয়া যায়, আর জাতীয় সংগীতের জন্য কয়েক সেকেন্ড উঠে দাঁড়ানো যায় না! এহেন জাতীয়তাবাদের আবহেই ধর্ষকদের আড়াল করতে উড়ল তেরঙ্গা৷ দেশবাসীর প্রশ্ন, এ যদি দেশদ্রোহিতা না হয়, তবে আর কী!

[  আসিফার গণধর্ষণের পিছনে পাকিস্তান, বিজেপি রাজ্য সভাপতির মন্তব্যে আগুনে ঘি ]

Advertisement

কাঠুয়া ধর্ষণ কাণ্ডের খবর যত আসছে ততই এই প্রশ্ন জোরাল হচ্ছে৷ আট বছরের আসিফাকে ধর্ষণের অভিযোগ অভিযুক্ত পুলিশ অফিসার দীপক খাজুরিয়া৷ কাঠুয়ার একটি মন্দিরের মধ্যে তুলে নিয়ে যাওয়া হয় আসিফাকে৷ সেখানে আটদিন ধরে তাকে শুধু ঘুমের ওষুধ দিয়ে আচ্ছন্ন করে রাখা হয়৷ সেই অবস্থাতেই চলে ধর্ষণ৷ পুরো পরিকল্পনা এক প্রাক্তন সরকারি অফিসারের৷ ওই অফিসার, তার ছেলে মিলে ধর্ষণ করেছে আসিফাকে৷ এমনকী সুদূর উত্তরপ্রদেশ থেকে আসিফাকে ধর্ষণ করবে বলে জম্মুতে গিয়ে পৌঁছেছে এক যুবক৷ ধর্ষণকারী ছিল এই পুলিশ অফিসারও৷ চার্জশিটে নাম আসার পরই গ্রেপ্তার করা হয় তাকে৷ এদিকে পুলিশ অফিসারকে বাঁচাতে ধর্মের নামে একটি মঞ্চ গড়ে তোলা হয়৷ বেরোয় প্রতিবাদ মিছিল৷ বাখরাওয়াল জনজাতির প্রতি বিদ্বেষকে কাজে  লাগিয়ে আড়াল করা হয় ধর্ষকদের৷ সেই মিছিলেই উড়েছে জাতীয় পতাকা৷ এমনকী ‘ভারত মাতা কি জয়’ বলে স্লোগানও উঠেছে৷

Advertisement

[  মোমবাতির আলোয় জাগবেন ‘ওয়াচম্যান’? প্রশ্ন তুলে আসিফার জন্য পথে রাহুল ]

তারপরই বহু নাগরিক প্রশ্ন তুলেছিলেন, দেশের জাতীয় পতাকার কি এই ব্যবহার? তবে চরম প্রশ্নটি তুলে দেন বরিষ্ঠ সাংবাদিক বরখা দত্ত৷ তাঁর প্রশ্ন, এ যদি দেশদ্রোহিতা না হয়, তাহলে আর কী? জাতীয় পতাকার অপব্যবহারের জন্য শাস্তির বিধান আছে এ দেশে৷ এমনকী কেউ যদি ভুলক্রমেও পতাকা উল্টো ধরেন তাহলেও তাঁকে শাস্তি পেতে হয়৷ এছাড়া পোশাকে বা ভুল জায়গায় জাতীয় পতাকার ব্যবহারের জন্যও কম সমালোচনা হয় না৷ এই যখন আবহ তখন, ধর্ষকদের আড়াল করতেও ব্যবহার করা হবে জাতীয় পতাকা! প্রশ্ন শুধু সাংবাদিকদের নয়, দেশের গরিষ্ঠসংখ্যক নাগরিকদেরই৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ