Advertisement
Advertisement

Breaking News

কর্মী-সমর্থকদের উপর হামলা হলে চোখ উপড়ে নেব, হুমকি বিজেপি নেত্রীর

বামেদের বিরুদ্ধে খুনের অভিযোগ।

Will gauge their eyes out, warns Kerala BJP leader on RSS killings
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 16, 2017 7:28 am
  • Updated:October 16, 2017 7:28 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একের পর এক রাজনৈতিক হত্যা কাণ্ডকে ঘিরে বিজেপি ও সিপিএম নেতাদের মধ্যে কথার লড়াই যেন আরও তীব্র হচ্ছে কেরলে। হিংসার বদলে হিংসা! এটাই এখন হয়ে উঠেছে কেরলের রাজনীতির অবিচ্ছেদ্য অঙ্গ। অন্তত বিজেপির সাধারণ সম্পাদক সরোজ পাণ্ডের কথা শুনে এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। কেরলে আরএসএস কর্মীদের হত্যার পিছনে নাম না করে বামেদের দায়ী করে এই বিজেপি নেত্রীর বক্তব্য, ‘কোনও বিজেপি বা আরএসএস কর্মীর উপর হামলা চালালে আমরা ওদের (পড়ুন বামেদের) বাড়িতে ঢুকে চোখ উপড়ে ফেলব।’

[তাজমহল ভারতের কলঙ্ক, বিজেপি বিধায়কের মন্তব্যে বিতর্ক]

DMPhgWnVQAA6TiQ

Advertisement

সম্প্রতি কেরল থেকে একের পর এক বাম ও আরএসএস কর্মী খুনের খবর আসছে। দুই দলই হত্যাকাণ্ডের জন্য ওপর পক্ষকে দায়ী করছে। গত তিন বছরে কেরলের রাজনৈতিক অশান্তি অন্তত ৩০% বেড়ে গিয়েছে বলে জানিয়েছে পুলিশ-প্রশাসন। বিভিন্ন হিংসাত্মক ঘটনায় জড়িত সন্দেহে সম্প্রতি কেরল থেকে গ্রেপ্তার করা হয়েছে ৬০০ জন বাম, ৩০০-রও বেশি আরএসএস ও বিজেপি ও ৫০ জন কংগ্রেস সমর্থক। রাজ্যে বামেদের দাদাগিরি রুখতে চলতি মাসের শুরুতে ‘জন রক্ষা যাত্রা’ শুরু করেছেন বিজেপি সভাপতি অমিত শাহ। কেরলের ১৪টির মধ্যে ১১টি জেলায় মিছিল করবেন বিজেপির নেতানেত্রীরা। ওই কর্মসূচিরই অন্তর্গত একটি মিছিলে যোগ দিতে এসে রবিবার বেফাঁস মন্তব্য করে বসলেন সরোজ পাণ্ডে। সংবাদ সংস্থা এএনআইকে তিনি বলেন, ‘এই যাত্রা আমরা শুরু করেছি কারণ রাজ্যের প্রতিটি জায়গায় আমাদের কর্মী-সমর্থকরা আক্রান্ত হচ্ছেন। তাঁদের ভয় দেখানো হচ্ছে। যাঁরা এই কাজ করছেন তাঁদের বলে রাখি, আমাদের কর্মীদের দিকে চোখ তুলে তাকালে বাড়িতে ঢুকে চোখ উপড়ে নেব।’

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ