প্রতীকী ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেঘালয় হানিমুন হত্যাকাণ্ডের রেশ এখনও কাটনি। এরই মধ্যে ঝাড়খণ্ডে বিয়ের মাত্র ৩৬ দিনের মাথায় যুবককে হত্যা করার অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। যুবকের মায়ের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চলতি বছর ১১ মে রাঙ্কা থানার বাহাকুন্দর গ্রামের বাসিন্দা বুধনাথ সিংয়ের সঙ্গে বিয়ে হয় ছত্তিশগড়ের বিষ্ণুপুর এলাকার বাসিন্দা রঘুনাথ সিংয়ের মেয়ে সুনিতা সিংয়ের। স্থানীয় সূত্রে খবর, বিয়ের পর দিনই সুনীতা ও বুধনাথের মধ্যে ঝামেলা হয়। এরপরই বাবার বাড়িতে চলে যান সুনীতা। এমনকী বুধনাথের সঙ্গে বিয়ে হওয়া নিয়ে তিনি বিরক্ত প্রকাশ করেছিলেন। পাশাপাশি তাঁর সঙ্গে থাকবেন না বলে জানিয়েছিলেন পরিবারের সদস্যদের।
যদিও এই ঘটনার পর গত ৫ জুন দু’পক্ষের প্রবীণ সদস্যদের উপস্থিতিতে স্থানীয় পঞ্চায়েতে একটি আলোচনা করা হয়। এরপরেই স্বামীর সঙ্গে থাকতে রাজী হন সুনীতা। জানা গিয়েছে, গত ১৪ জুন ওই দম্পতি ছত্তিশগড়ের রামানুজগঞ্জ বাজারে গিয়েছিলেন। গাছে দেওয়ার কথা বলে বুধনাথকে দিয়ে একটি কীটনাশক কেনা করান সুনীতা।
অভিযোগ ১৫ তারিখ রাতে বুধনাথের খাবারে ওই কীটনাশক মিশিয়ে দেন সুনীতা। পরেরদিন সকালে ডাকাডাকি করলেও বুধনাথ সাড়া না দেওয়াই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে এই ঘটনার পর স্থানীয় থানায় ছেলেকে খুনের অভিযোগ দায়ের করেন বুধনাথের মা রাজমতি দেবী। এরপরই মৃতদেহটি ময়নাতদন্তের ব্যবস্থা করে পুলিশ। গ্রেপ্তার করা হয় সুনীতাকে। এই ঘটনা নিয়ে রেঙ্কা থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক বলেন, “মৃতের স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। মৃতদেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.