Advertisement
Advertisement
Gujarat

শিশুপুত্রের জন্মদিনে হৃদরোগে আক্রান্ত মা! আচমকা ঢলে পড়লেন মৃত্যুর কোলে, ভাইরাল ভিডিও

দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি তরুণীকে।

Woman Dies Of Heart Attack In Gujarat During Son's Birthday Party
Published by: Kishore Ghosh
  • Posted:September 17, 2024 9:29 pm
  • Updated:September 17, 2024 10:04 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা বাড়ছে। এমনকী কম বয়সিদের মধ্যেও। এবার তেমনই মর্মান্তিক ঘটনার সাক্ষী হল গুজরাটের ভালসাদ। সেখানে পাঁচ বছরের ছেলের জন্মদিনে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল তরুণী মায়ের। আচমকা মাটিতে লুটিয়ে পড়েন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাঁকে বাঁচাতে পারেননি। এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।

ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, ভালসাদের একটি হোটেলে চলছে জন্মদিনের পার্টি। হল রুমের একপাশে একটি মঞ্চে তরুণী এবং তাঁর স্বামী দাঁড়িয়ে আছেন। কোলে রয়েছে ছেলে। অনুষ্ঠানে অনেক আত্মীয়স্বজন উপস্থিত হয়েছেন। অনেকেই নাচগান করছেন। প্রথমে তরুণীর কোলে ছিল শিশুপুত্র। তাকে স্বামীর কোলে দিয়ে মঞ্চের উপর দিয়ে এগোচ্ছিলেন মহিলা। মাথায় হাত দিচ্ছিলেন তিনি। এর পর স্বামীর কাঁধে এক বার হাত রাখেন তরুণী। তার পর ঢলে পড়ে যান।

সঙ্গে সঙ্গে ছুটে আসেন পরিবারের লোকেরা। পুলিশ জানিয়েছে, দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। যদিও চিকিৎসকেরা তরুণী মৃত বলে ঘোষণা করেন।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement