Advertisement
Advertisement

Breaking News

Delhi

ঝগড়ার পর আত্মঘাতী স্বামী! ৮ কিলোমিটার দূরে রাস্তায় উদ্ধার স্ত্রীর ঝুলন্ত দেহ

মহিলার দেহে কোনও আঘাতের চিহ্ন রয়েছে কি না খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শুরু করেছে পুলিশ।

Woman hangs self to electric pole in Delhi, husband ends life in Ghaziabad after fight
Published by: Subhankar Patra
  • Posted:January 11, 2025 2:59 pm
  • Updated:January 11, 2025 2:59 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অশান্তি হয়েছিল দম্পতির। বাড়ি ছেড়ে বেরিয়ে যান স্ত্রী। উত্তর দিল্লির ইলেকট্রিক পোস্টে উদ্ধার তাঁর ঝুলন্ত দেহ। উত্তরপ্রদেশের গাজিয়াবাদের যুবতীর শ্বশুরবাড়িতে সেই কথা জানানোর পর পুলিশ জানতে পারে আত্মহত্যা করেছেন স্বামীও।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম বিজয়প্রতাপ চৌহান। বয়স ৩২ বছর। স্ত্রী শিবানী চৌহান। বয়স ২৮ বছর। কয়েক বছর আগে তাঁদের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাঁদের অশান্তি লেগেই থাকত বলে খবর। শুক্রবার তাঁদের ফের ঝামেলা বাধে। বাড়ি থেকে বেরিয়ে যান শিবানী। ঘটনায় ভেঙে পড়েন বিজয়। সিলিংয়ের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন তিনি।

Advertisement

এদিকে বাড়ি থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে উত্তর দিল্লির লোনি এলাকায় একটি বিদ্যুতের পোস্টের সঙ্গে যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। শিবানীর পকেট থেকে উদ্ধার হয় একটি মোবাইল ফোন। তা বন্ধ ছিল। তদন্ত শুরু করে মোবাইল ফোনটি অন করে পুলিশ। বাড়িতে ঘটনার কথা জানানোর সময় আধিকারিকরা জানতে পারেন আত্মহত্যা করেছেন স্বামীও। এক তদন্তকারী অফিসার বলেন, “মহিলার ফোন চালু করে মৃত্যুর খবর দিতেই জানা যায় তাঁর স্বামীও নিজের বাড়িতে আত্মহত্যা করেছেন।”

ঘটনাস্থলে পৌঁছেছে ফরেন্সিক দল। মহিলার দেহে কোনও আঘাতের চিহ্ন রয়েছে কি না খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শুরু করেছে পুলিশ। একই সঙ্গে ছেলে ও বউমাকে হারিয়ে ভেঙে পড়েছে পরিবার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement