Advertisement
Advertisement

Breaking News

UttarPradesh

প্রেমিকের সঙ্গে হানিমুনে যাওয়ায় বাধা! দুই সন্তানকে বিষ খাইয়ে ‘খুন’ করল মা

অভিযুক্ত মা কে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে প্রেমিক পলাতক।

Woman kills her Children to go on honeymoon with lover in UttarPradesh

প্রতীকী ছবি।

Published by: Gopi Krishna Samanta
  • Posted:June 21, 2025 4:01 pm
  • Updated:June 21, 2025 4:01 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেমে বাধা হয়ে দাড়াতে পারে সন্তানরা। সেই কারণেই বিষ খাইয়ে পাঁচ বছর ও এক বছরের সন্তানকে খুন করলেন মা! ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরের রোডকালি গ্রামে। এই ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্ত মা কে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে তাঁর প্রেমিক পলাতক। তাঁর খোঁজে তল্লাশি চলছে বলে জানানো হয়েছে।

Advertisement

জানা গিয়েছে, বৃহস্পতিবার পাঁচ বছরের আরহান ও একবছরের এনায়াকে বাড়ির মধ্যেই অচৈতন্য অবস্থায় পাওয়া যায়। তড়িঘড়ি তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এদিকে এই ঘটনার খবর পেয়ে দেহ দু’টি ময়নাতদন্তে পাঠায় পুলিশ। সেই রিপোর্টেই বিষক্রিয়ায় মৃত্যুর ব্যাপারটি সামনে আসে। এরপরেই শিশুদের মা মুসকানকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। সেখানেই নিজের সব দোষ স্বীকার নেন মুসকান। এরপরই তাঁকে গ্রেপ্তার করা হয়। এদিকে এই ঘটনা ঘটাতে তাঁর প্রেমিক জুনেইদ সাহায্য করেছিল বলেও পুলিশকে জানিয়ে দেন মুসকান।

পুলিশ জানতে পেরেছে, দীর্ঘদিন ধরেই মুসকানের সঙ্গে জুনেইদের পরকীয়ার সম্পর্ক রয়েছে। এদিকে স্বামী কর্মসূত্রে বাইরে থাকায় দু’জনের ঘনিষ্ঠতা আরও বাড়তে থাকে। এরই মধ্যে সন্তানরা পরকীয়ায় বাধা হয়ে উঠতে পারে বলে মনে করছিলেন মুসকান। তাই খাবারের সঙ্গে বিষ মিশিয়ে তাঁদের হত্যা করার পরিকল্পনা করেন তিনি। সেই অপরাধে তাঁকে সঙ্গ দেন প্রেমিক।

পুলিশি জিজ্ঞাসাবাদে মুসকান জানিয়েছেন, ‘প্রেমের পথে বাঁধা হয়ে দাড়াচ্ছিল সন্তানরা । তাই তিনি তাদের হত্যা করার পরিকল্পনা করেছিলেন।’ এমনকী দুই সন্তানকে খুন করার পর প্রেমিকের সঙ্গে হানিমুনে যাওয়ার পরিকল্পনাও করেছিলেন মুসকান। যদিও সেই আশা আর পূরণ হল না। মুসকানের বর্তমান ঠিকানা গারদের অন্ধকার ঘর। পুলিশ জানিয়েছে, খুব তাড়াতাড়ি মুসকানের প্রেমিককেও গ্রেপ্তার করা হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement