সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংবাদসংস্থা রয়টার্সের এক্স হ্যান্ডেল বন্ধ হয়ে গেল গোটা দেশে। রবিবার দুপুরে আচমকাই দেখা যায়, রয়টার্সের এক্স হ্যান্ডেলে লেখা রয়েছে যে আইনি কারণে ওই অ্যাকাউন্ট আপাতত বন্ধ। যদিও কেন্দ্রের তরফে জানানো হয়েছে, রয়টার্সের অ্যাকাউন্ট বন্ধে তাদের কোনও ভূমিকা নেই। কেন রয়টার্সের অ্যাকাউন্ট বন্ধ, সেই নিয়ে এক্সের সঙ্গে আলোচনা করছে কেন্দ্র।
রবিবার আচমকাই দেশজুড়ে বন্ধ হয়ে যায় ব্রিটিশ সংবাদসংস্থা রয়টার্সের এক্স হ্যান্ডেল। তারপর কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতেই মুখপাত্র স্পষ্ট জানিয়ে দেন, “রয়টার্সের এক্স হ্যান্ডেল বন্ধ করতে ভারত সরকার কোনও নির্দেশ দেয়নি। তবে আমরা এক্স কর্তৃপক্ষের সঙ্গে এই বিষয়ে যোগাযোগ রাখছি।” তবে দীর্ঘ সময় কেটে গেলেও রয়টার্সের এক্স অ্যাকাউন্টটি বন্ধই হয়ে রয়েছে।
কিন্তু কেন আচমকা বন্ধ হয়ে গেল রয়টার্সের অ্যাকাউন্ট? সূত্রের খবর, অপারেশন সিঁদুরের সময়ে একগুচ্ছ এক্স অ্যাকাউন্ট বন্ধ করার জন্য এক্স কর্তৃপক্ষকে অনুরোধ করেছিল কেন্দ্র। সেসময়ে শয়ে শয়ে অ্যাকাউন্ট বন্ধ হলেও রয়টার্সের অ্যাকাউন্ট সক্রিয় ছিল। এতদিন পরে অবশেষে রয়টার্সের অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। কেন্দ্রের তরফে মনে করা হচ্ছে, এতদিন পরে অ্যাকাউন্ট বন্ধ করার কোনও প্রাসঙ্গিকতা নেই।
কেন্দ্রের তরফে ইতিমধ্যেই এক্স কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে রয়টার্সের অ্যাকাউন্ট চালু করার জন্য। নাম প্রকাশে অনিচ্ছুক কেন্দ্রের এক সূত্রের মতে, এতদিন পরে রয়টার্সের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটা আসলে এক্সের ত্রুটি। গত ৭ মে সরকারের থেকে অনুরোধ জানানো হয়েছিল, দু’মাস পরে তা কার্যকর করাটা অর্থহীন। তবে রয়টার্সে প্রধান অ্যাকাউন্ট এবং বিশ্ব সংক্রান্ত অ্যাকাউন্ট-এই দু’টি বন্ধ রয়েছে। এখনও রয়টার্সের তরফে এই ঘটনা নিয়ে কোনও বিবৃতি জারি করা হয়নি। তবে শোনা যাচ্ছে, দ্রুতই চালু করে দেওয়া হবে রয়টার্সের সমস্ত অ্যাকাউন্ট।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.