যোগী আদিত্যনাথ।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাবা সিদ্দিকির মতোই খুন হতে হবে যোগী আদিত্যনাথকে (Yogi Adityanath)। ১০ দিনের মধ্যে তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা না দিলে তাঁকে হত্যা করা হবে। এমনই এক হুমকি ফোন পেল মুম্বই পুলিশ।
গত ১২ অক্টোবর মহারাষ্ট্রের প্রাক্তন বিধায়ক বাবা সিদ্দিকিকে গুলিতে ঝাঁজরা করে দেয় আততায়ীরা। পুলিশ সূত্রের দাবি, শুধু বাবা নন, হত্যাকারীদের টার্গেটে ছিলেন সিদ্দিকির পুত্র বিধায়ক জিশান সিদ্দিকিও। রীতিমতো কপালজোরে রক্ষা পান তিনি। এবার খুনের হুমকি পেলেন যোগী আদিত্যনাথ। শনিবার সন্ধ্যায় এক অজানা নম্বর থেকে ফোন পায় মুম্বই পুলিশ ট্র্যাফিক কন্ট্রোল। সেখানে বলা হয়, বাবা সিদ্দিকির মতোই খুন করা হবে যোগীকে, যদি তিনি দশ দিনের মধ্যে ইস্তফা না দেন।
ফোন পাওয়ার পরই নড়েচড়ে বসে পুলিশ। দ্রুত বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে। এদিকে যোগী আদিত্যনাথের নিরাপত্তাও বাড়ানো হয়েছে। গত বুধবারই এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় সলমন খানকে খুনের হুমকি দেওয়ার অভিযোগে। ২ কোটি টাকা না দিলে খুন করা হবে বলিউডের সুপারস্টারকে, এমনই হুমকি দিয়েছিলেন তিনি। তারও আগে মঙ্গলবারই সলমন ও বাবা সিদ্দিকির ছেলেকে খুনের হুমকি দিয়ে গ্রেপ্তার হয়েছিলেন এক ২০ বছরের তরুণ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.