Advertisement
Advertisement

Breaking News

Sagar Mela

সাগর স্নানে যাওয়ার আগে বাবুঘাটে দুই পুণ্যার্থীর মৃত্যু, কারণ নিয়ে ধন্দ

শিবিরে থাকা অন্যান্য সদস্যরা বলছেন, জ্বরে আক্রান্ত ছিলেন ওই দুজন।

2 UP women died in Kolkata before going Sagar Mela
Published by: Paramita Paul
  • Posted:January 13, 2022 10:43 am
  • Updated:January 13, 2022 12:32 pm

গোবিন্দ রায়: রাত পোহালেই গঙ্গাসাগরে পুণ্যস্নান। সাগরের জলে ডুব দিয়ে পুণ্য অর্জন করতে কলকাতার বাবুঘাটে জড়ো হচ্ছেন বিভিন্ন রাজ্যের পুণ্যার্থীরা। কোভিডবিধি মেনেই তাঁরা সাগরদ্বীপের উদ্দেশে রওনা দিচ্ছেন। কিন্তু এর মাঝেই ঘটে গেল বিপত্তি। পুণ্যার্থী শিবিরে মৃত্যু হল দুজনের। তাঁদের মৃত্যুর কারণ নিয়ে রহস্য দানা বেঁধেছে।

পুণ্যার্থীদের মৃত্যুর আসল কারণ খতিয়ে দেখছে ময়দান থানার পুলিশ। তাঁরা করোনা আক্রান্ত ছিলেন কি না, তাঁদের দুটি ডোজ নেওয়া আছে কি না, বা ৭২ ঘণ্টা আগের আরটি-পিসিআর রিপোর্ট আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

[আরও পড়ুন: তৃতীয় লিঙ্গের প্রমাণ চেয়ে পোশাক খুলতে বাধ্য করল পুলিশ! ত্রিপুরায় হেনস্তার শিকার ৪]

জানা গিয়েছে,গত কয়েকদিন ধরে সাগর যাওয়ার পথে কলকাতার বিভিন্ন স্টেশন, বাসস্ট্যান্ডে পুণ্যার্থীদের জন্য শিবির খোলা হয়েছে। সেখানে কোভিড পরীক্ষাও করানো হচ্ছে। বাবুঘাটে, শিয়ালদহ স্টেশনেও শিবির রাখা হয়েছে। দু’দিন আগে বাবুঘাটে পুণ্যার্থীদের ওই শিবিরে আশ্রয় নেন উত্তরপ্রদেশের অযোধ্যা ও মাথলি জেলার দুই বাসিন্দা। নাম- শান্তি দেবী (৫৫) ও নেত্রা পাল (৭২)।

Advertisement

বুধবার সকালে ওই দুজনের কোনও সাড়াশব্দ পাচ্ছিলেন না শিবিরের অন্যান্যরা। পরে পুলিশকে খবর দিলে দুজনকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করে। শিবিরে থাকা অন্যান্য সদস্যরা বলছেন, জ্বরে আক্রান্ত ছিলেন ওই দুজন।

 উল্লেখ্য, নানা টানাপোড়েনের পর শর্তসাপেক্ষে গঙ্গাসাগর মেলার অনুমতি দিয়েছে কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। তবে হাই কোর্টের সিদ্ধান্তে খুশি নয় চিকিৎসকমহল। গঙ্গাসাগর মেলার পর সংক্রমণ আরও কয়েকগুণ বাড়বে বলেই আশঙ্কার প্রহর গুনছেন বিশেষজ্ঞরা।

[আরও পড়ুন: ‘সবসময় সঙ্গম করতে চায়’, স্বামীর চাহিদায় দিশেহারা স্ত্রী গেলেন আদালতে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ