Advertisement
Advertisement

Breaking News

বাগরিকাণ্ডে জমা পড়ল চার্জশিট, নাম রয়েছে মালিক-সহ তিনজনের

ওই তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির দাবি৷

Bagri chargesheet filed in court
Published by: Sayani Sen
  • Posted:January 31, 2019 4:35 pm
  • Updated:January 31, 2019 4:35 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চারমাসের মাথায় বাগরি মার্কেটের অগ্নিকাণ্ডের ঘটনায় জমা পড়ল চার্জশিট৷ ভস্মীভূত ওই মার্কেটের মালিক রাধা বাগরি, তাঁর ছেলে বরুণ রাজ বাগরি এবং ম্যানেজার কৃষ্ণকুমার কোঠারির চার্জশিটে নাম রয়েছে৷ আপাতত পলাতক তিনজনেই৷ বৃহস্পতিবার ব্যাঙ্কশাল আদালতে জমা দেওয়া ওই চার্জশিটে অভিযুক্তদের বিরুদ্ধে ১১ বি, ১১ সি এবং ১১ জে ধারায় মামলা রুজু করা হয়েছে৷ এছাড়াও ওই চার্জশিটে তাদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে ভারতীয় দণ্ডবিধির ১২০ বি অপরাধমূলক ষড়যন্ত্রের ধারাতেও৷ আদালতে ওই তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানিয়েছে বড়বাজার থানার পুলিশ৷

নর্দমা থেকে উদ্ধার দু’বছরের শিশুকন্যার দেহ, চাঞ্চল্য বাবুঘাটে

১৬ সেপ্টেম্বর গভীররাতে আগুন লাগে বড়বাজারের বাগরি মার্কেটে৷ দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি৷ মুহূর্তের মধ্যেই ওই মার্কেটের একাংশে আগুন ছড়িয়ে পড়ে৷ তড়িঘড়ি ঘটনাস্থলে যায় দমকলের ৩০টি ইঞ্জিন৷ ঘিঞ্জি এলাকার ওই মার্কেটের আগুন নেভাতে যথেষ্ট বেগ পেতে হয় দমকলকে৷ কার্যত জতুগৃহে পরিণত হয় ১৯৫৫ সালে তৈরি হওয়া এই মার্কেটটি৷ দমকল কর্মীদের তৎপরতায় প্রায় তিনদিন পর নেভে বাগরির আগুন৷ অগ্নিকাণ্ডের জেরে কয়েক কোটি টাকার জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়৷ পুজোর মুখে এই ঘটনায় ক্ষতিগ্রস্ত হন বহু ব্যবসায়ী৷ তাঁরা অভিযোগ করেন, অগ্নিনির্বাপণ ব্যবস্থা সঠিক না হওয়ার জেরেই অগ্নিকাণ্ড এমন ভয়াবহ আকার ধারণ করেছিল৷ এছাড়াও ওই মার্কেটে জলের বন্দোবস্ত নিয়ে প্রশ্ন তোলেন ব্যবসায়ীরা৷ তদন্তে নামে বড়বাজার থানার পুলিশ৷

Advertisement

ফের মেট্রোর কামরায় ধোঁয়া! দমদমে ছড়াল আগুন আতঙ্ক

এদিকে, মার্কেটের মালিক রাধা বাগরির বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠলেও তিনি ফেরার৷ শহর ছেড়ে অন্যত্র গা ঢাকা দিয়েছেন তাঁর ছেলে বরুণ রাজ বাগরি এবং মার্কেটের ম্যানেজার কৃষ্ণকুমার কোঠারি৷ অগ্নিকাণ্ডের চারমাস পর ওই তিনজনের বিরুদ্ধে চার্জশিট পেশ করা হল৷ ব্যাঙ্কশাল আদালতে চার্জশিট পেশের ভিত্তিতে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলেই তাঁদের খোঁজ শুরু করবে বড়বাজার থানার পুলিশ৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ