Advertisement
Advertisement

Breaking News

দিলীপ ঘোষ

‘বুদ্ধিজীবীরা নেমকহারাম, ননসেন্স’, বিদ্বজ্জনদের বেনজির আক্রমণ দিলীপ ঘোষের

‘সোনার জিনিস চুরি করে বিদেশে আমাদের নাক-কান কাটিয়েছেন’ স্বস্তিকাকে তোপ দিলীপের।

BJP Dilip Ghosh slams intellectuals for opposing CAA
Published by: Sandipta Bhanja
  • Posted:January 15, 2020 4:29 pm
  • Updated:January 15, 2020 4:36 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নাগরিকপঞ্জি আর সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে অনেকদিন ধরেই সরব দেশের বুদ্ধিজীবী মহল। দিন কয়েক আগেই বিশিষ্টজনদের ‘কাগজ দেখাব না’ ভিডিওয় প্রত্যেকের গলায় শোনা গিয়েছিল এক কথা, এক সুর- ‘কাগজ আমরা দেখাব না’। স্বস্তিকা মুখোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, রূপম ইসলাম, নন্দনা সেন, তিলোত্তমা সোম, ধৃতিমান চট্টোপাধ্যায়, কঙ্কনা সেনশর্মার মতো অনেকেই কণ্ঠ চড়িয়েছিলেন CAA’র বিরুদ্ধে। সেই সূত্র ধরেই এবার বঙ্গ বিজেপি সভাপতি দিলীপ ঘোষ রাজ্যের বিদ্বজ্জনদের ঠুকলেন। বললেন, “বিশিষ্টরা নির্বোধ, নেমকহারাম”।

গত মাসেই ঝাড়খন্ড বিধানসভা নির্বাচনী ফলাফলের পর বিজেপিকে ‘রাম’ কটাক্ষ করেছিলেন। ‘গদিতে বসে ধর্মের নামে লাঠি ঘোরাতে দেব না’ দিন কয়েক আগে নামোল্লেখ না করে ফের গেরুয়া শিবিরের উদ্দেশে ঝাঁজালো মন্তব্য করেছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। এবার অভিনেত্রীর দিকে তোপ দেগে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বললেন, “সোনার জিনিস চুরি করে বিদেশে আমাদের নাক-কান কাটিয়ে এসেছেন।”

Advertisement

শুধু তাই নয়, বছর খানেক আগের প্রসঙ্গ উত্থাপন করে একহাত নিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়কে। কয়েক বছর আগে বিদেশের এক শপিং মল থেকে সোনার কানের দুল চুরির অভিযোগ উঠেছিল স্বস্তিকার বিরুদ্ধে। বুধবার কলকাতার বিজেপি দপ্তরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেকথাই ফের আওড়ালেন দিলীপ ঘোষ। তাঁর কথায়, “যাঁরা CAA বিরোধী প্রচার করছেন, ওই ভিডিওতে এমন ব্যক্তিও রয়েছেন যিনি বিদেশে গিয়ে সোনার জিনিস চুরি করে দেশের মান-সম্মান ডুবিয়েছেন। বিদেশে আমাদের নাক-কান কাটিয়ে এসেছেন। বলেছেন, কাগজ নেই। ওদেরকে জিজ্ঞেস করতে চাই, যে আপনারা যখন এয়ারপোর্টে ঢুকবেন পরিচয়পত্র ছাড়া আপনাদের ঢুকতে দেবে তো? এই ননসেন্সরা জানেই যে রেশনের দোকান থেকে ট্রেন-বিমান সবজায়গায় বিনা পরিচয়পত্র ছাড়া নামিয়ে দেবে আপনাদের। সিনেমার টিকিট না কেটে কি পিছনের দরজা দিয়ে ঢোকেন? লোককে বোকা বানানো হচ্ছে যে কাগজ নেই! নেমকহারাম এঁরা। হ্যাঁ, কাগজ তো অনেকেরই নেই, তা আমরা জানি। এদের ডায়লগবাজি মানুষদের বিভ্রান্ত করে।”

Advertisement

[আরও পড়ুন: ‘হীরক রাজার দেশে’, CAA’র প্রতিবাদে নিন্দায় সরব পরম-স্বস্তিকা-সৃজিত]

এরপর দিলীপ ঘোষ আরও বলেন, “যেসব বুদ্ধিজীবীরা পরজীবীর মতো অন্যের ঘাড়ে বসে খাচ্ছেন, তারা কী বললেন, তাতে দিলীপ ঘোষের কিচ্ছু যায় আসে না! যারা আমার বিরোধীতা করেছেন, তাঁরা আগে নিজের দিকে তাকিয়ে দেখুন।” প্রসঙ্গত, অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় একাধিকবার বিজেপি শিবিরকে তোপ দেগে মন্তব্য করেছেন। ধর্মভেদ নিয়ে আওয়াজ তুলেছেন। তারই প্রত্যুত্তর হিসেবে এবার বোধহয় বঙ্গ বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বাক্যবাণ ছুঁড়লেন স্বস্তিকার দিকে।

নেটদুনিয়ায় হাওয়ার গতিতে ছড়িয়ে পড়ছে এই ভিডিও। ভাইরাল হতে এর বেশি সময় লাগেনি। এমনকী অনুরাগ কাশ্যপের মতো বলিউডের অনেকেই CAA বিরোধী আন্দোলনে বাংলার বিশিষ্টদের পাশে দাঁড়িয়েছেন। তবে ‘কাগজ দেখাব না’ ভিডিও প্রকাশ্যে আসার পর থেকেই সব্যসাচী চক্রবর্তী, স্বস্তিকা মুখোপাধ্যায়-সহ অনেককে নিয়ে কদর্য মিম ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়।  

[আরও পড়ুন: ‘গদিতে বসে ধর্মের নামে লাঠি ঘোরাতে দেব না’, কেন এমন বললেন স্বস্তিকা?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ