Advertisement
Advertisement

প্রয়াত দ্বিজেন মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানাতে গিয়ে এ কী করলেন বিজেপি নেতা?

নিজের ভুল বুঝতে পেরে অবশ্য পরে টুইটটি সরিয়ে দেন তিনি।

BJP Leader tweets blunder
Published by: Subhamay Mandal
  • Posted:December 24, 2018 7:04 pm
  • Updated:December 24, 2018 7:30 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের ছবি বিতর্কে বিজেপি নেতা রীতেশ তিওয়ারি। কিছুদিন আগে তাঁর একটি ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড় ওঠে। এবার প্রয়াত সংগীতশিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়কে শ্রদ্ধাজ্ঞাপন করতে গিয়ে বিতর্কে বঙ্গ বিজেপির সম্পাদক। বঙ্গবিভূষণ সম্মানে ভূষিত প্রয়াত শিল্পীকে শ্রদ্ধা জানাতে গিয়ে সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ছবি টুইট করলেন রীতেশ তিওয়ারি। তাই নিয়ে নেটদুনিয়ায় শোরগোল। নিজের ভুল বুঝতে পেরে অবশ্য পরে টুইটটি মুছে দেন তিনি। আবার দ্বিজেন মুখোপাধ্যায়ের ছবি দিয়ে টুইট করে শ্রদ্ধা জানান বিজেপি নেতা। কিন্তু শিল্পীর প্রয়াণের দিনে একটু কি ভেবেচিন্তে পোস্ট করতে পারতেন না বিজেপি নেতা? উঠছে প্রশ্ন।

প্রসঙ্গত, সোমবার দুপুর ১টা ৫০ মিনিট নাগাদ সল্টলেকের বাড়িতে শেষনিঃশ্বাস ত্যাগ করেন দ্বিজেনবাবু। তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। তাঁর মৃত্যুতে শোকাহত বাংলার শিল্পীমহল। এবছর আগস্ট মাস থেকেই ভুগছিলেন প্রবাদপ্রতীম এই সংগীতশিল্পী। একাধিক রোগে জর্জরিত দ্বিজেন মুখোপাধ্যায় বিছানায় শয্যা নিয়েছিলেন৷ রক্তে অক্সিজেনের ওঠানামার ফলে শ্বাসকষ্টের সমস্যা নিয়ে এসএসকেএম হাসপাতালে ভরতি হয়েছিলেন তিনি৷ পাঁচজনের একটি মেডিক্যাল টিম চিকিৎসা করছিল বিশিষ্ট ওই সংগীতশিল্পীর৷ চিকিৎসায় সাড়া দিয়েছিলেন তিনি। সুস্থ হয়ে বাড়িও ফিরে এসেছিলেন। কিন্তু পরের মাসে ফের অবস্থার অবনতি হয়। ফুসফুসে তাঁর সমস্যা হচ্ছিল। সেপ্টেম্বর মাসের শেষের দিকে ফের হাসপাতালে ভরতি হন তিনি। সংগীতে তাঁর ব্যাপ্তি তাঁকে ২০১০ সালে এনে দিয়েছিল পদ্মভূষণ পুরস্কার। পরের বছর বঙ্গবিভূষণ সম্মানে ভূষিত হয়েছিলেন তিনি।

Advertisement

প্রবাদপ্রতিম শিল্পীকে শ্রদ্ধা জানাতে গিয়ে এমন ভুল অনিচ্ছাকৃতই। তবে তা নিয়ে নেটদুনিয়ায় বিতর্কের সৃষ্টি হয়েছে। রীতেশ তিওয়ারি অবশ্য পরে টুইটটি মুছে দিয়েছেন। কিন্তু সেই টুইটের স্ক্রিনশট ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

Advertisement

[দ্বিজেনবাবু মানেই মহালয়ার গান থেকে মাইকেলের সনেট…]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ