Advertisement
Advertisement

বাঙালি আবেগ ছুঁতে বর্ষবরণের উৎসবকেই হাতিয়ার বিজেপির

রাম নবমী, হনুমান জয়ন্তী, রথযাত্রার পর এবার নববর্ষ৷

BJP's celebrate the Bengali New year festival
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 16, 2018 8:12 am
  • Updated:April 16, 2018 8:12 am

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: একেবারে আম বাঙালির পার্টি হয়ে উঠতে চাইছে বিজেপি৷ রাম নবমী, হনুমান জয়ন্তী, রথযাত্রার পর এবার নববর্ষের উৎসবকেও হাতিয়ার করে বাঙালি আবেগকে ছুতে চাইল গেরুয়া শিবির৷ আর সেই লক্ষ্যেই এবার আয়োজিত হল হরেক অনুষ্ঠান৷ নববর্ষের সন্ধ্যায় হাজিরও হলেন কেন্দ্রীয় মন্ত্রী৷

রবিবার, পয়লা বৈশাখের সন্ধ্যায় ইন্ডিয়ান মিউজিয়ামে আশুতোষ মুখোপাধ্যায় বার্থ সেন্টেনারি হলে অনুষ্ঠিত হয়ে গেল বর্ষবরণ উৎসব৷ আয়োজক ছিল বঙ্গ উৎসব৷ বঙ্গ উৎসবের ব্যানারে হলেও বকলমে এই অনুষ্ঠানের আয়োজনে বিজেপি৷ কেন্দ্রীয় মন্ত্রী অর্জুনরাম মেঘওয়াল নববর্ষের এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন৷ নিজের বক্তব্যে বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের কথা তুলে ধরেন তিনি৷

Advertisement

[‘অশালীন আচরণ’-এর প্রতিবাদে ট্যাংরায় সংঘর্ষ-বাড়ি ভাঙচুর, আহত চার মহিলা]

সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বিশিষ্ট শিল্পীরা৷ এই অনুষ্ঠানের আমন্ত্রণপত্রও বিলি করা হয়েছে বিজেপির রাজ্য দফতর থেকে। দলের রাজ্য কমিটির কয়েকজন সদস্য এই অনুষ্ঠান আয়োজকদের মধ্যে ছিলেন৷ বিজেপির একাধিক শীর্ষনেতাও উপস্থিত ছিলেন। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করে বিজেপির সাংস্কৃতিক টিম। অনুষ্ঠানের অন্যতম প্রধান উদ্যোক্তা ছিলেন দলের রাজ্য কমিটির সদস্য রনজিৎ মজুমদার৷

Advertisement

তবে, যতই বিজেপি বাঙালির আবেগ নিয়ে রাজনীতির ময়দান কাঁপানোর চেষ্টা করুক না কেন, অত সহজে যে বাংলায় জয় আসবে না খুব ভালই জানানে গেরুয়া শিবিরের শীর্ষ নেতার৷ রাজনৈতিক পর্যবেক্ষক মহলের ধারণা, বাংলায় রামনবমী, হনুমান জয়ন্তী, রথযাত্রার উৎসব পালন করে হিন্দু ভোট ব্যাংক দখলের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে বিজেপি৷

[নববর্ষের সকালে দুই গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্র টিটাগড়, গুলিবিদ্ধ ১]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ