Advertisement
Advertisement

অনুশীলন চলাকালীন শহরে তরুণ ক্রিকেটারের মৃত্যু

শোকের ছায়া ক্রীড়ামহলে।

Budding cricketer dies in Kolkata
Published by: Tanumoy Ghosal
  • Posted:January 15, 2019 4:42 pm
  • Updated:January 15, 2019 4:42 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের খেলার মাঠে প্রতিশ্রুতিমান ক্রিকেটারের মৃত্যু। অনুশীলন চলাকালীন অসুস্থ হয়ে মারা গেলেন একজন খেলোয়াড়। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর কলকাতার টালা পার্ক মাঠে। শোকের ছায়া ক্রীড়ামহলে।

[নিঃশর্ত ক্ষমা চাইলেন হার্দিক-রাহুল, তদন্তের সিদ্ধান্তে অনড় বিসিসিআই]

Advertisement

মৃত ক্রিকেটারের নাম অনিকেত শর্মা। সিএবি লিগে পাইকপাড়া ক্লাবের হয়ে খেলতেন তিনি। ম্যাচের আগে পাইকপাড়া ক্লাবের ক্রিকেট টিমের অনুশীলন চলছিল টালা পার্ক মাঠে। সতীর্থদের সঙ্গে অনুশীলন করছিলেন অনিকেতও। ইদানীং শারীরিক সক্ষমতা বাড়াতে অনুশীলনে ফুটবল খেলেন ক্রিকেটাররা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ফুটবল খেলতে খেলতেই আচমকাই মাঠে লুটিয়ে পড়েন পাইকপাড়া ক্লাবের ক্রিকেটার অনিকেত শর্মা। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় আরজি কর হাসপাতালে। কিন্তু, শেষরক্ষা হয়নি। হাসপাতালে অনিকেতকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ঘটনায় শোকের ছায়া ক্রিকেটমহলে।

Advertisement

এর আগেও খাস কলকাতায় ক্রিকেট মাঠে প্রাণহানির ঘটনা ঘটেছে। গত বছরের মাঝামাঝি রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে বজ্রপাতে প্রাণ গিয়েছিল ক্যালকাটা ক্রিকেট অ্যাকাডেমির ক্রিকেটার দেবব্রত দাসের। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সেদিন অনুশীলনের মাঝে তুমুল বৃষ্টি নেমেছিল। হুড়োহুড়ো করে ক্লাব তাঁবুতে ফেরার চেষ্টা করছিলেন ক্রিকেটাররা। সবার পিছনের ছিলেন দেবব্রত। ঠিক তখনই মাঠে ব্রজপাত হয়। মাটিতে লুটিয়ে পড়েন প্রতিশ্রুতিমান ক্রিকেটারটি। ঘটনাস্থলেই মারা যান দেবব্রত।

[ প্রথম ম্যাচে ১ রান করেই বিরল রেকর্ডের মালিক ধোনি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ