Advertisement
Advertisement
শুটআউট

হাওড়ার বাকসারায় শুটআউট, অল্পের জন্য রক্ষা পেলেন ব্যবসায়ী

সাতসকালে বাজারে তাঁকে লক্ষ্য করে গুলি চালিয়ে চম্পট দুষ্কৃতীদের।

Businessman shoot at Baksara in Howrah in broad day light
Published by: Tanumoy Ghosal
  • Posted:July 14, 2019 12:01 pm
  • Updated:July 14, 2019 12:26 pm

অরিজিৎ গুপ্ত, হাওড়া:  সাতসকালে গুলি চলল বাজারে। অল্পের জন্য রক্ষা পেলেন এলাকার এক ব্যবসায়ী। আতঙ্ক ছড়াল হাওড়ায় বাকসারায়।

[আরও পড়ুন: মেট্রো দুর্ঘটনায় মৃতের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী, আর্থিক সাহায্য ঘোষণা]

আক্রান্ত ব্যবসায়ীর নাম নিমাই দে। বাকসারায় থাকেন তিনি। পেশায় নির্মাণ ব্যবসায়ী নিমাইবাবু। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রবিবার সকালে বাকসারা বাজারে গিয়েছিলেন ওই ব্যবসায়ী। তিনি যখন একটি দোকান থেকে জিনিস কিনছিলেন, তখন বাইক করে এসে তাঁকে লক্ষ্য করে দু’রাউন্ড গুলি চালিয়ে চম্পট দেয় দু’জন দুষ্কৃতী। দুটি গুলি লক্ষ্যভ্রষ্ট হলেও, একটি গুলি মাথা ছুঁয়ে বেরিয়ে যায়। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। আহত অবস্থায় নিমাই দে-কে হাওড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা। চিকিৎসকরা জানিয়েছেন, নিমাইবাবুর আঘাত তেমন গুরুতর নয়।

Advertisement

কিন্তু নির্মাণ ব্যবসায়ী নিমাই দে-কে লক্ষ্য করে কারা গুলি চালাল? কেনই বা গুলি চালানো হল? প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, কয়েক মাস আগে নির্মাণ সামগ্রীর সরবরাহের ব্যবসা শুরু করেন নিমাইবাবু। তাহলে ব্যবসায়িক শক্রতার কারণেই কি হামলার মুখে পড়তে হল তাঁকে? খতিয়ে দেখছে পুলিশ। এদিকে আবার স্থানীয় বাসিন্দাদের একাংশের বক্তব্য, একসময়ে তোলাবাজি-সহ একাধিক অপরাধমূলক কাজের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন আক্রান্ত ওই ব্যবসায়ী। সেক্ষেত্রে গোষ্ঠীকোন্দলের কারণে তাঁকে খুন করার চেষ্টা হতে পারে। কারণ যাই হোক না কেন, সাতসকালে গুলি চলার ঘটনার আতঙ্ক ছড়িয়েছে হাওড়ার বাকসারা এলাকায়।

Advertisement

দিন কয়েক আগে ভোর রাতে গুলি চলেছিল হাওড়া স্টেশন লাগোয়া বঙ্কিম সেতুতে। এক মাছ ব্যবসায়ীকে গুলি করে খুন করেছিল দুষ্কৃতীরা। সেই ঘটনার অভিযুক্তদের গ্রেপ্তার করতে গিয়ে হামলা মুখে পড়তে হয় হাওড়া সিটি পুলিশকে। তদন্তকারী জানিয়েছেন, প্রতিদিন অন্ধকার থাকতেই দক্ষিণ ২৪ পরগনার চৌবাগা, বানতলা এলাকা থেকে মাছ কিনতে যেতেন ওই ব্যবসায়ী। ঘটনার দিনেও ভোর রাতে মাছ কিনতেই যাচ্ছিলেন তিনি। বঙ্কিম সেতুতে পিছন তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। হাওড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে, ওই মাছ ব্যবসায়ীকে মৃত বলে ঘোষণা করা হয়।

[আরও পড়ুন: বাঙুর হাসপাতালের শৌচাগারে আত্মঘাতী রোগী, নেপথ্যে মানসিক অবসাদ?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ