Advertisement
Advertisement

ফের সৌজন্যের নজির, প্রয়াত সোমনাথ চট্টোপাধ্যায়ের বাড়িতে মুখ্যমন্ত্রী

মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানালেন সোমনাথ চট্টোপাধ্যায়ের নাতি৷

CM Mamata Banerjee visits late Somnath chatterjee’s home in kolkata
Published by: Tanumoy Ghosal
  • Posted:August 15, 2018 8:27 pm
  • Updated:June 22, 2022 3:40 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  ফের সৌজন্যের নজির গড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বুধবার সন্ধ্যায় সদ্য প্রয়াত সোমনাথ চট্টোপাধ্যায়ের কলকাতার বাড়িতে যান তিনি৷ কথা বলেন পরিবারের লোকেদের সঙ্গে৷ স্ত্রী রেণু চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার খোঁজ নেন৷ সোমনাথবাবুর পরিবারকে পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ যেকোনও সমস্যায় সরাসরি যোগাযোগ করতে বলেছেন৷ মুখ্যমন্ত্রীর সৌজন্যে আপ্লুত প্রয়াত প্রাক্তন সাংসদের পরিবারের লোকেরা৷ সোমনাথবাবুর নাতি বলেন, ‘দাদুর মৃত্যুর দিনে মুখ্যমন্ত্রী যা করেছেন, তা ভোলা যাবে না৷ এটা করে তো ওঁর কোনও লাভ হচ্ছে না৷ যা করেছেন, ভালবেসেই করেছেন৷’

[ অগ্নিদগ্ধের শরীর ঢাকবে প্রয়াত সোমনাথ চট্টোপাধ্যায়ের ত্বকে]

Advertisement

দীর্ঘ রোগভোগের পর সোমবার সকালে কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে প্রয়াত হন প্রাক্তন বাম সাংসদ সোমনাথ চট্টোপাধ্যায়৷ খবর পাওয়ামাত্রই হাসপাতালে ছুটে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷  প্রয়াত নেতার শেষযাত্রার যাবতীয় ব্যবস্থা করেন তিনি৷ শুধু তাই নয়, বিধানসভা চত্বরে গান স্যালুট দিয়ে সোমনাথ চট্টোপাধ্যায়কে শেষশ্রদ্ধা জানিয়েছে রাজ্য সরকার৷ প্রাক্তন বা বর্তমান কোনও বিধায়কের মৃত্যুর পরই মরদেহ বিধানসভায় আনা হয়৷ এটাই দস্তুর৷ কিন্তু পাঁচ দশকের রাজনৈতিক জীবনে বরাবরই সাংসদ ছিলেন সোমনাথবাবু৷ কোনওদিন বিধায়ক ছিলেন না তিনি৷ বস্তুত, সোমনাথবাবুর আগে প্রয়াত আর কোনও বিধায়ক বা মন্ত্রীকে বিধানসভা চত্বরে গান স্যালুটও দেওয়া হয়নি৷ সোমবার সন্ধ্যায় যাতে নির্বিঘ্নেই এসএসকেএম হাসপাতালে দেহদান করা যায়, সে ব্যবস্থা করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই৷ আর এবার সরাসরি প্রয়াত নেতার বাড়ি গিয়ে তাঁর স্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবরও নিলেন তিনি৷

বুধবার সন্ধ্যা ছ’টা নাগাদ সোমনাথ চট্টোপাধ্যায়ের রাজা বসন্ত রায় রোডের বাড়িতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তখন তাঁর স্ত্রী-পুত্র, দুই নাতি সকলেই বাড়িতে ছিলেন৷ তাঁদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী৷ সোমনাথবাবুর স্ত্রী রেণু চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন৷ মুখ্যমন্ত্রী বলেছেন, যেকোনও সমস্যায় যেন সোমনাথবাবুর পরিবারের লোকেরা সরাসরি তাঁর সঙ্গে যোগাযোগ করেন৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যবহারে আপ্লুত সদ্য প্রয়াত নেতার পরিবারের লোকেরা৷ মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সোমনাথ চট্টোপাধ্যায়ের নাতি৷

[রেড রোডে পতাকা উত্তোলন মমতার, সম্মানিত শহিদ অমিতাভ মালিক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement