Advertisement
Advertisement

শান্তিপূর্ণ পঞ্চায়েত নির্বাচনের দাবিতে ধর্মতলায় অনশনে কংগ্রেস, মিছিলে বামেরা

আদালতের দিকে তাকিয়ে সব পক্ষই৷

Cong-Left stages protest demanding fair Panchayat polls in West Bengal
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 16, 2018 11:42 am
  • Updated:December 4, 2018 4:05 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সন্ত্রাস মুক্ত পঞ্চায়েত ভোটের দাবিতে এবার একযোগে রাজনীতির ময়দানে নামল বাম-কংগ্রেস৷ রাজ্যের শাসকদলের বিরুদ্ধে বলগাহীন সন্ত্রাসের অভিযোগে সোমবার রানি রাসমনি অ্যাভিনিউয়ে অনশনে বসলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী৷

কংগ্রেসের  পাশাপাশি, এদিন এই একই ইস্যুতে পথে নামার সিদ্ধান্ত নিয়েছে বামফ্রন্ট নেতৃত্ব৷ অবাধ ও শান্তিপূর্ণ পঞ্চায়েত নির্বাচনের দাবিতে আজ দুপুর আড়াইটে নাগাদ ১৭টি বামদল একযোগে বিড়লা তারামণ্ডল থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করবে বলে জানা গিয়েছে৷ মানুষের গণতান্ত্রিক অধিকার হরণের বিরুদ্ধে এদিন ধর্মতলার লেনিন মূর্তির সামনে বামেদের তরফে অবস্থান বিক্ষোভ দেখানো হবে বলেও জানানো হয়েছে৷

Advertisement

[সমাজসেবার নেশায় পঞ্চায়েতের প্রার্থী মালদহের কোটিপতি সমীর ঘোষ]

গত সপ্তাহে এই একই ইস্যুতে পথে নামে বিজেপিও৷ গান্ধী-মূর্তির পাদদেশে বিজেপির শীর্ষ নেতৃত্ব অবস্থান বিক্ষোভে বসেন৷ একদিনের প্রতীকী অনশন কর্মসূচির ডাক দেওয়া হলেও পঞ্চায়েত নির্বাচন নিয়ে অশান্তির পরিবেশ এখনও কাটেনি৷ এই পরিস্থিতি দাঁড়িয়ে আইনি পথেও হেঁটেছেন বিরোধীরা৷ কলকাতা হাই কোর্টে আজ চলছে পঞ্চায়েত মামলার শুনানি৷

Advertisement

হাই কোর্টের নির্দেশেই আজ স্পষ্ট হবে পঞ্চায়েত ভোটের ভবিষ্যৎ৷ কলকাতা হাইকোর্টের দিকেই তাকিয়ে রাজ্যের রাজনৈতিক পর্যবেক্ষক মহল৷ আজ আদালতের রায়ে মনোনয়ন জমা দেওয়ার সময় বাড়বে কি না, ভোট পিছিয়ে যাবে কি না, গেলে ক’দিনের জন্য পিছিয়ে যাবে তা নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি৷

গত সপ্তাহে হাই কোর্টের নির্দেশকে ঢাল করে ইতিমধ্যেই পরবর্তী রণকৌশল নিয়ে ঝাঁপিয়ে পড়েছে বিরোধী দলগুলি৷ হাই কোর্টের নির্দেশ বিরুদ্ধে গেলে তাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েই রেখেছে বিজেপি৷

[বৈশাখের শুরুতে স্বমেজাজে গরম, সকাল থেকেই পুড়ছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ