Advertisement
Advertisement

Breaking News

প্রাথমিক আলোচনায় জট কাটল বাম-কংগ্রেস জোটের, ফোনে কথা সোমেন-সূর্যর

প্রার্থী তালিকায় থাকতে পারে চমক।

Congress-Left to join hands for LS polls!
Published by: Tanujit Das
  • Posted:February 19, 2019 11:02 am
  • Updated:February 19, 2019 11:02 am

ক্ষীরোদ ভট্টাচার্য: উত্তর মালদহে মৌসমের ছেড়ে যাওয়া আসনে প্রার্থী হতে পারেন দীপা দাশমুন্সি। রায়গঞ্জে আবার প্রার্থী হওয়ার সম্ভাবনা মহম্মদ সেলিমেরই। মুর্শিদাবাদ আসনে দাঁড়াচ্ছেন বর্তমান সাংসদ বদরুদ্দোজা মোল্লা। বহরমপুর কেন্দ্র থাকছে প্রাক্তন প্রদেশ সভাপতি অধীর চৌধুরির হাতে। আর প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ছেলে সাংসদ অভিজিৎ মুখোপাধ্যায় দাঁড়াচ্ছেন পুরনো জঙ্গিপুর আসন থেকেই। বাম-কংগ্রেস আসন সমঝোতার প্রাথমিক আলোচনায় এমনভাবেই জট কাটল এই তিন জেলা নিয়েই। রাজ্যে জোট নিয়ে সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র ও প্রদেশ সভাপতি সোমেন মিত্রর সঙ্গে টেলিফোনে প্রাথমিক আলোচনা হয়েছে বলে আলিমুদ্দিন সূত্রে খবর।

[২৮ সপ্তাহের অন্তঃসত্ত্বাকে গর্ভপাতের অনুমতি দিল হাই কোর্ট ]

Advertisement

বস্তুত, জোট নিয়ে আলোচনার ক্ষেত্রে শুরু থেকেই এই তিন জেলা নিয়ে অস্বস্তির মধ্যে ছিল দুই দল। তাই প্রথম রাউন্ডে জোটপন্থীরা এখন কিছুটা হলেও স্বস্তিতে। রাজ্যে কোন কোন আসনে প্রার্থী দেবে কংগ্রেস এবং আসনগুলির বর্তমান অবস্থা বুঝতে গত শুক্রবার ৪২টি লোকসভা কেন্দ্রের পর্যবেক্ষকদের সঙ্গে আলোচনায় বসার কথা ছিল প্রদেশ নেতৃত্বের। কিন্তু কেন্দ্রীয় পর্যবেক্ষক গৌরব গগৈয়ের অনুরোধে ২৭ তারিখ সেই আলোচনা হবে। ইতিমধ্যেই গৌরব গগৈ রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব অর্ধেন্দু সেন এবং প্রাক্তন বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করেছেন। এই দু’জনই কংগ্রেসের টিকিটে দাঁড়াতে পারেন। প্রদেশ নেতৃত্বের একটি অংশের বক্তব্য, ওইদিনই রাজ্যের জোট পরিস্থিতি বোঝা যাবে। তবে তার আগে আলিমুদ্দিন ও প্রদেশ নেতৃত্বের একটি অংশ ‘বৃহত্তর রাজনৈতিক স্বার্থে’ এই তিন জেলার লোকসভা আসন নিয়ে প্রাথমিকভাবে ঐকমত্যে পৌঁছেছেন বলে রাজনৈতিক মহলের বক্তব্য।

Advertisement

[দেশপ্রেমের নামে দাঙ্গায় ইন্ধন বিজেপি-আরএসএসের, অভিযোগ মমতার]

গত সপ্তাহেই বিধানসভার বিরোধী দলনেতা আব্দুল মান্নান ও সাংসদ প্রদীপ ভট্টাচার্যর সঙ্গে আলোচনা করেছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী, রবীন দেব। সোমবার সিপিআইয়ের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করে সিপিএম নেতৃত্ব। জোটপন্থীরা আলোচনা করে সমাধান সূত্র বের করার বিরোধী গোষ্ঠীরাও হাত গুটিয়ে বসে নেই। মুর্শিদাবাদ আসনে আবু হেনাকে প্রার্থী ঘোষণা করেছে কংগ্রেস। বলা হচ্ছে অধীর চৌধুরির প্রশ্রয়েই এই কৌশল নেওয়া হয়েছে। আবার বাম শরিকরা আলিমুদ্দিনকে সাফ জানিয়ে দিয়েছে তাঁদের ১০টি আসন দিতেই হবে। এই অবস্থায় সোমেন মিত্র ও সূর্যকান্ত মিশ্রর মধ্যেকার আলোচনার দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ