Advertisement
Advertisement

জালিয়াতি রুখতে ব্যাংক কর্তৃপক্ষকে আরও কড়া হওয়ার নির্দেশ ক্রেতা সুরক্ষা দপ্তরের

ঠিক কী কী নির্দেশ দিলেন মন্ত্রী?

 Consumer Protection Department Minister Meeting with Bank authorities
Published by: Kumaresh Halder
  • Posted:August 6, 2018 8:07 pm
  • Updated:August 6, 2018 8:07 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জালিয়াতি রুখতে এবার ব্যাংক কর্তৃপক্ষকে আরও কড়া নির্দেশ দিলেন ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী সাধন পাণ্ডে৷ এটিএম জালিয়াতি রুখতে সোমবার শহরের একাধিক ব্যাংক কর্তৃপক্ষকে ডেকে বৈঠকে বসেন মন্ত্রী৷ দীর্ঘ বৈঠক শেষে এটিএমগুলির নিরাপত্তায় কী কী ব্যবস্থা নেওয়া যেতে পারে, তার চূড়ান্ত রূপরেখা নির্ধারণ করেন মন্ত্রী৷

[এবার কসবার এটিএমে স্কিমার, গ্রাহকের তৎপরতায় বানচাল জালিয়াতির ছক]

এদিন বৈঠক শেষে ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী সাধন পাণ্ডে আশ্বাস দেন, এবার থেকে যদি কোনও গ্রাহকের টাকা এটিএমের মাধ্যমে তুলে নেওয়া হয়, তাহলে ওই গ্রাহককে যথাযথ ক্ষতিপূরণ দেওয়া হবে৷ এছাড়াও প্রতারণা রুখতে এটিএমগুলির নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি সিসিটিভি বসানো-সহ এক গুচ্ছের নির্দেশ দেন৷ গ্রাহকদের কষ্টের টাকা যাতে মার না হয়, তা সুনিশ্চিত করতে এটিএমগুলির সঙ্গে স্থানীয় থানার সঙ্গে লিংক করানোর নির্দেশ দেন তিনি৷ যাতে এটিএমে যেকোনও ধরনের জালিয়াতি হলে তৎক্ষণাত সংকেত পৌঁছে যাবে থানায়৷ এছাড়াও এটিএম থেকে টাকা তোলার নির্দিষ্ট পরিমাণ বেঁধে দেওয়ারও প্রস্তাব দেন তিনি৷ গ্রাহক তাঁর কার্ড ব্যবহার করে এটিএম থেকে সর্বাধিক কত টাকা তুলতে পারবে, তাও নির্ধারণ করার পরামর্শও দেন তিনি৷

Advertisement

[হিন্দু হস্টেলের দাবিতে এখনও উত্তাল প্রেসিডেন্সি, বিক্ষোভের মুখে উপাচার্য]

Advertisement

জালিয়াতি ঘটনার প্রকাশ্যে আসতেই ব্যাংকের তরফে গ্রাহক সতর্কবার্তাও জারি হয়েছে৷ স্বয়ংক্রিয় আর্থিক লেনদেন নয়, বরং প্রতিটি ক্ষেত্রে অ্যাকাউন্ট থেকে আলাদাভাবে টাকা খরচ করারও পরামর্শ গ্রাহকদের দিয়েছে একাধিক ব্যাংক৷ রীতিমতো সাংবাদিক বৈঠক ডেকে গ্রাহকদের পিন নম্বর নিয়মিত পালটে ফেলারও আরজি জানানো হয়েছে৷ ইউবিআই ব্যাংক কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, শহরে অ্যান্টি স্কিমার এটিএম বসানো হবে৷ কিন্তু, তা সময়সাপেক্ষ৷ তাই যতদিন পর্যন্ত নয়া প্রযুক্তির এটিএম বসছে, ততদিন পর্যন্ত গ্রাহকদের সতর্ক থাকতে হবে৷ এদিকে শহরে এটিএম জালিয়াতির ঘটনায় দিল্লিতে ধরা পড়েছে রোমানিয়ার দুই নাগরিক৷ শনিবার ধৃতদের ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে এলেন গোয়েন্দারা৷ চলছে লাগাতার জেরা পর্ব৷

[প্রিয়া সিনেমা হলে অগ্নিকাণ্ডের তদন্ত শুরু, আপাতত হল বন্ধ রাখার নির্দেশ দমকলের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ