Advertisement
Advertisement

মতুয়াদের নাগরিকত্ব ইস্যুতে দিলীপের দ্বারস্থ সংঘাধিপতি শান্তনু ঠাকুর

মতুয়াদের কাছে টানার পালটা কৌশল বিজেপির?

Dilip Ghosh meeting with Matua Sanghadhipati Shantanu Takur
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 3, 2018 8:46 pm
  • Updated:August 3, 2018 8:46 pm

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: অসমে বাদ পড়া মতুয়াদের নাম যাতে নথিভুক্ত হয় সেই দাবি নিয়ে শুক্রবার বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে দেখা করলেন সারা ভারত মতুয়া মহাসংঘের সংঘাধিপতি শান্তনু ঠাকুর৷ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে বলে দিলীপ ঘোষ শান্তনু ঠাকুরকে আশ্বাস দিয়েছেন বলে খবর৷

এদিন বিজেপি দপ্তরে সাংবাদিক সম্মেলনও করেন শান্তনু ঠাকুর৷ বৃহস্পতিবার রেল অবরোধে মতুয়া সংগঠনের কেউ ছিল না বলে দাবি করেন তিনি। রাজনৈতিক মহল মনে করছে, অসম ইস্যুতে মতুয়াদের পাশে বিজেপি আছে এমনটাই প্রচারে আনতে চাইছেন দলের নেতারা৷

Advertisement

[শিলচরে হেনস্তার জের, অসমের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর তৃণমূল সাংসদ ও বিধায়কের]

মঙ্গলবার বিধানসভায় সাংবাদিক বৈঠক করে অসম ইস্যুতে তৃণমূলের পাশে মতুয়া মহাসংঘ রয়েছে বলেই জানান খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক৷ জানান, মতুয়াদের অধিকার ফেরাতে তৃণমূল মতুয়া মহাসংঘের পাশে থেকে লড়াই করবে৷ একই সঙ্গে রাজ্যজুড়ে রেল রোকোর ডাকও দেন মতুয়ারা৷ এমনকি, জেলাশাসকের কাছে স্মারকলিপিও জমা দেওয়ারও কর্মসূচি নেয় মতুয়া মহাসংঘের সদস্যরা৷ পাশাপাশি বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে আইনি ব্যবস্থারও দাবি জানানো হয়৷ অসম ইস্যুতে আন্দোলন কর্মসূচি ঘোষণা করে মতুয়াদের তৃণমূলের কাছে টানার কাজ শুরু হতেই পালটা কৌশল বিজেপির৷

Advertisement

[শিলচরে প্রতিনিধিদের নিগ্রহের প্রতিবাদে দু’দিনের ‘কালা দিবস’ তৃণমূলের]

অন্যদিকে, তৃণমূলের ‘কালা দিবস’ কর্মসূচি প্রসঙ্গে পার্থ চট্টোপাধ্যায়কে কটাক্ষ করে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, ‘‘তৃণমূল নেতৃত্বকে অসমে কেউ ডাকেনি৷ তাহলে কেন তাঁরা গিয়েছিলেন। বুড়ি নজর তেরে মু মে কালা, এটা ছোটবেলা থেকে শুনে আসছি। তৃণমূল নিজেদেরই মুখ পুড়িয়েছে, তাই কালা দিবস পালন করছে। এ রাজ্যে জনসভা করতে হলে কোর্টে যেতে হয়। তাই তৃণমূলের কাছে গণতন্ত্র শিখব না৷’’ দলের রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসুর বক্তব্য, পার্থবাবু সাড়ে ১২ লক্ষ হিন্দুর যে তথ্য দিচ্ছেন, আসলে উনি বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ