Advertisement
Advertisement

Breaking News

শিয়ালদহ ডাউন লাইনে ফাটল, ব্যাহত রেল পরিষেবা

দেরিতে চলছে বনগাঁ ও মেন শাখার লোকাল ট্রেন৷

Disrupted railway service in Kolkata
Published by: Kumaresh Halder
  • Posted:December 3, 2018 10:30 am
  • Updated:December 3, 2018 10:30 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সপ্তাহের প্রথমদিনই ট্রেন বিভ্রাট৷ অফিস টাইমে ডাউন লাইনে ফাটল দেখা দেওয়ায় বিপর্যস্ত বিধাননগর-শিয়ালদহ শাখার ট্রেন চলাচল৷ ডাউন দু’নম্বর লাইনে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ করে রাখা হয়েছে পূর্ব রেলের তরফে৷ যুদ্ধকালীন তৎপরতায় ফাটল মেরামতির কাজ শুরু হয়েছে৷ তবে, দু’নম্বর লাইনে ট্রেন চলাচল বন্ধ রাখা হলেও চার নম্বর লাইনে ট্রেন চলাচল করছে বলে রেল সূত্রে জানা গিয়েছে৷

[‘আমি ওকে মারিনি’, আদালতে খুনের অভিযোগ অস্বীকার অনিন্দিতার]

স্থানীয় সূত্রে খবর, আজ, সোমবার সকাল ৯টা ১৫ নাগাদ লাইনে ফাটল লক্ষ্য করেন রেল লাইন সংলগ্ন ঝুপড়ির বাসিন্দারা৷ তড়িঘড়ি রেল পুলিশকে খবর দেওয়া হয়৷ লাইনে ফাটলের খবর পেয়ে ঘটনাস্থলে যান পুলিশ কর্মীরা৷ পরে, দু’নম্বর ডাউন লাইনে রেল চলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়৷ রেল কর্মীদের ডেকে যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় লাইন মেরামতির কাজ৷

Advertisement

এদিনের এই ঘটনায় অফিস টাইমে ব্যাহত হয় রেল পরিষেবা৷ দু’নম্বর লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েন শিয়ালদহ মেন শাখার কয়েক হাজার যাত্রী৷ দমদম-সহ বেশ কয়েকটি স্টেশনে থমকে যায় একাধিক লোকাল ট্রেন৷ অফিস টাইমে যাত্রীদের চাপ সামাল দিতে মাঠে নামে রেল কর্তৃপক্ষ৷ চার নম্বর ডাউন লাইন দিয়ে ট্রেন চালিয়ে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়৷ তবে, রেল চলাচলে স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হওয়ায় প্রায় ২৫-৩০ মিনিট দেরিতে চলছে বনগাঁ-শিয়ালদহ ও মেন শাখার একাধিক লোকাল ট্রেন৷

Advertisement

[মাঝ ডিসেম্বরে জাঁকিয়ে পড়তে পারে শীত, পূর্বাভাস হাওয়া অফিসের]

ডাউন লাইনের পাশাপাশি আপ লাইনেও ব্যাহত হয় পরিষেবা৷ সকালের ব্যস্ততম সময়ে ডাউন লাইনে ট্রেন চলাচল বিপর্যস্ত হওয়ায় পর্যাপ্ত রেকের অভাব দেখা দেয় শিয়ালদহ স্টেশনে৷ রেকের অভাবে আপ লাইনে বেশ কিছু ট্রেন বাতিল করা হয়৷ স্বাভাবিকের তুলনায় দেরিতে ছাড়ে শিয়ালদহ-বনগাঁ ও শিয়ালদহ-রানাঘাট শাখার ট্রেন৷ সপ্তাহের প্রথমদিনে রেল বিভ্রাটের জেরে চূড়ান্ত সমস্যায় পড়েন যাত্রীরা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ