Advertisement
Advertisement

রাজ্যে এবার ভোট দেবেন প্রায় সাত কোটি মানুষ, তালিকা প্রকাশ কমিশনের

রাজ্যে মোট ভোটার বেড়েছে ২.৫১ শতাংশ।

EC published Voter list
Published by: Subhajit Mandal
  • Posted:January 14, 2019 9:41 pm
  • Updated:January 14, 2019 9:41 pm

শুভঙ্কর বসু: রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। ২০১৯-এর আসন্ন লোকসভা নির্বাচনে এরাজ্যে ভোট দেবেন প্রায় সাত কোটি মানুষ। কমিশনের তরফে প্রকাশিত চূড়ান্ত তালিকায় মোট ভোটার সংখ্যা ৬ কোটি ৯৭ লক্ষ ৬০ হাজার ৮৬৮ জন। গতবারের তুলনায় এরাজ্যে ভোটার সংখ্যা বেড়েছে ২.৫১ শতাংশ। এবার তালিকায় সংযুক্ত হয়েছেন ২০ লক্ষ ৬৭ হাজার ৩০৩ জন নতুন ভোটার।

[অনিশ্চিত ব্রিগেড! রথযাত্রা নিয়ে সুপ্রিম রায়ের অপেক্ষায় বিজেপি]

চূড়ান্ত তালিকা প্রকাশের পর তাতে ভোটারদের নাম, সিরিয়াল নম্বর, বিধানসভা ক্ষেত্র ও নির্বাচনী কেন্দ্রের নাম রয়েছে কি না তা খতিয়ে দেখে নিতে আবেদন জানিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। কমিশনের টোল ফ্রি নম্বর ১৯৫০ ফোন করে ওই তথ্য জানা যেতে পারে। এছাড়াও ৫১৯৬৯-এ এসএমএস পাঠিয়ে কিংবা ‘অনুভব’ নামে কমিশনের নতুন অ্যাপ পরিষেবা ব্যবহার করে স্মার্টফোনে এই তথ্য ভোটাররা জানতে পারবেন বলে জানিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর।

Advertisement

[স্কুলে শিক্ষকের পরিবর্তে ‘ইন্টার্ন’ নিয়োগ, ঘাটতি কমাতে নয়া ভাবনা মুখ্যমন্ত্রীর]

চূড়ান্ত তালিকায় এখনও যাঁদের নাম অন্তর্ভুক্ত হয়নি কিংবা তালিকায় নাম থাকলেও তাতে গোলোযোগ রয়েছে এমনটা ধরা পড়লেও শুধরে নেওয়ার সময় থাকছে বলে জানিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। ২৭ জানুয়ারি প্রতিটি নির্বাচন কেন্দ্রে এজন্য হাজির থাকবেন বুথ লেভেল অফিসার। সেখানে গিয়ে যাবতীয় সমস্যার সমাধান করা যাবে। এবার পুরুষ ভোটার সংখ্যা ৩কোটি ৫৭ লক্ষ ৮৩ হাজার ৪৬৩ জন। মহিলা ভোটার রয়েছেন ৩ কোটি ৩৯লক্ষ ৭৫হাজার ৯৭৯ জন। ১৪২৬ জন তৃতীয় লিঙ্গের ভোটার।

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ