সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বালিগঞ্জের বিড়লা মিউজিয়ামে আগুন আতঙ্ক। তবে দমকলের তৎপরতায় বড় কোনও অঘটন ঘটেনি। দুটি ইঞ্জিনের সাহায্যে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিভিয়ে ফেলেন দমকলকর্মীরা। প্রাথমিক তদন্তে অনুমান, মিউজিয়ামের দোতলায় শর্ট সার্কিটের কারণেই কোনওভাবে আগুন লেগে গিয়েছিল।
[ ঐতিহাসিক ভুলের উত্তরে পুরো নম্বর, নির্দেশ হাই কোর্টের]
এ শহরের অন্যতম দর্শনীয় স্থান বালিগঞ্জের গুরুসদয় দত্ত রোডের বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনিক্যাল মিউজিয়াম। মিউজিয়ামটি কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রকের অধীনস্থ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুক্রবার সকাল সাড়ে এগারোটা নাগাদ মিউজিয়াম দোতলার ধোঁয়া বেরোতে দেখেন তাঁরা। চোখের নিমেষে কালো ধোঁয়া ঢেকে যায় বিড়লা মিউজিয়াম চত্বর। ছড়িয়ে পড়ে আতঙ্ক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন। এক ঘণ্টার চেষ্টায় আগুন নিভিয়ে ফেলেন তাঁরা। তবে আতঙ্ক কাটেনি। বিড়লা মিউজিয়ামের কর্মীদের দাবি, কোনওভাবে যদি আগুন ছড়িয়ে পড়ত, তাহলে বড় বিপর্যয় ঘটতে পারত।
কিন্তু, কেন্দ্রীয় সরকার পরিচালিত বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনিক্যাল মিউজিয়াম আগুন লাগল কী করে? প্রাথমিক তদন্তে অনুমান, দোতলার লাইব্রেরিতে হয়তো শর্ট সার্কিট হয়ে গিয়েছিল। আর তা থেকে দেখেই আগুন লেগে যায়। তবে সময়মতো দমকল পৌঁছে যাওয়ার বড় কোনও অঘটন ঘটেনি। এদিকে আবার এই ঘটনায় মিউজিয়ামের অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।
[ রাতভর নাইট ক্লাবে হুল্লোড়? বেপরোয়া ড্রাইভিং বন্ধে সকালেও নজরদারি পুলিশের]