Advertisement
Advertisement

Breaking News

প্রিয়া সিনেমা হলে অগ্নিকাণ্ডের তদন্ত শুরু, আপাতত হল বন্ধ রাখার নির্দেশ দমকলের

ঘটনাস্থল পরিদর্শন করলেন দমকলের জিডি জগমোহন।

 Fire service  orders to close down Priya cinema hall
Published by: Tanumoy Ghosal
  • Posted:August 6, 2018 12:01 pm
  • Updated:August 6, 2018 12:06 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  রাতে শো চলাকালীন অগ্নিকাণ্ড। তুমুল আতঙ্ক ছড়িয়েছিল দেশপ্রিয় পার্কের প্রিয়া সিনেমা হলে। আপাতত সিনেমা হলটি বন্ধ রাখার নির্দেশ দিল দমকল। শুরু হয়েছে তদন্ত। সোমবার সকালে প্রিয়া সিনেমা হল পরিদর্শন করেন দমকলের ডিজি জগমোহন। দুপুরে যাবেন ফরেনসিক বিশেষজ্ঞরা। দমকলের ডিজি জগমোহন জানিয়েছেন, তদন্ত রিপোর্টে ভিত্তিতে প্রিয়া সিনেমা হল ফের খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে দমকলকর্মীরা সিনেমা হলের পরিকাঠামোয় গলদ খুঁজে পেয়েছেন বলে জানা গিয়েছে।

[ হিন্দু হস্টেলের দাবিতে উত্তপ্ত প্রেসিডেন্সি, অবস্থান বিক্ষোভে পড়ুয়ারা]

Advertisement

রবিবার, ছুটির দিনে দেশপ্রিয় পার্কের প্রিয়া সিনেমা হলে ভালই দর্শক হয়েছিল। রাতের শো চলছিল। ঘড়িতে তখন দশটা দশ। আচমকাই হলের ভিতরে সমস্ত আলো নিভে যায়। চারিদিকে কালো ধোঁয়ায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। হুড়মুড়িয়ে হল থেকে রাস্তায় বেরিয়ে পড়েন দর্শকরা। কিন্তু তিনতলার অফিস ঘরে আটকে পড়েছিলেন খোদ হল মালিকের পরিবারের সদস্যরাই। কোনওমতে তাঁদের উদ্ধার করেন দমকল ও বিপর্যয় মোকাবিলা দলের সদস্য। প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দমকলের ৫টি ইঞ্জিন। রাতে ঘটনাস্থলে গিয়েছিলেন কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়, কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমার ও দমকলের ডিজি জগমোহন।

Advertisement

এদিকে এই অগ্নিকাণ্ডের ঘটনায় প্রিয়া সিনেমা হল কর্তৃপক্ষের ভুমিকা নিয়ে প্রশ্ন ওঠেছে। ঘটনার তদন্তে নেমেছে দমকল । সূত্রের খবর, সিনেমা হলের পরিকাঠামোয় গলদ ছিল। দোতলায় ওঠার উপযুক্ত সিঁড়ি ছিল না। সোমবার সকালে ঘটনাস্থলে পরিদর্শন করেন দমকলের ডিজি জগমোহন। অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখতে দুপুরে ফরেনসিক বিশেষজ্ঞরা যাবেন প্রিয়া সিনেমা হলে। আপাতত হলটি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে দমকল। বাহিনীর ডিজি জগমোহন জানিয়েছেন, তদন্ত রিপোর্টের ভিত্তিতে সিনেমা হলটি খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

[রক্তচোষা জোঁকের লালায় ক্যানসার মুক্তি, রোগীকে বাঁচালেন আয়ুর্বেদিক চিকিৎসকরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ