Advertisement
Advertisement

সাতসকালে শহরে দুষ্কৃতী তাণ্ডব, নারকেলডাঙা মেন রোডে গুলিবিদ্ধ যুবক

আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা।  

Goons shoot youth in Kolkata’s Narkeldanga

ফাইল ছবি

Published by: Tanumoy Ghosal
  • Posted:August 16, 2018 9:23 am
  • Updated:August 16, 2018 9:23 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  সাতসকালে শহরে দুষ্কৃতীদের তাণ্ডব। গুলি চলল নারকেলজডাঙা মেন রোডে। গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভরতি এক যুবক। পালানোর সময়ে দুষ্কৃতীরা বোমাও ছুঁড়েছে বলে জানা গিয়েছে। আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, নারকেলডাঙা মেন রোডে প্রোমোটিং নিয়ে গণ্ডগোল চলছিল। তারই ফলশ্রুতিতেই এই ঘটনা। তদন্তে নারকেলডাঙা থানার পুলিশ।

[ফের সৌজন্যের নজির, প্রয়াত সোমনাথ চট্টোপাধ্যায়ের বাড়িতে মুখ্যমন্ত্রী]

Advertisement

ঘড়িতে তখন সকাল সাতটা। স্বাধীনতা দিবস উদযাপনের পর ফের স্বাভাবিক ছন্দে ফিরছে শহর কলকাতা। বৃহস্পতিবার সকালে নারকেলডাঙা মেন রোডে সবেমাত্র লোকজনের যাতায়াত শুরু হয়েছে। আমচকাই গুলির শব্দ! স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বাইকে এসে দানিস নামে স্থানীয় এক যুবককে লক্ষ্য গুলি চালায় তিন দুষ্কতী। ওই যুবকের পায়ে গুলি লাগে। পালানোর সময়ে আবার বোমাও ছুড়ে তারা। গুলিবিদ্ধ যুবককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সাতসকালে এমন ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নারকেলডাঙা থানার পুলিশ। রাস্তার সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানা গিয়েছে।

কিন্তু, সাতসকালে প্রকাশ্য রাস্তায় কেন এভাবে গুলি চলল?  শহরের বিভিন্ন এলাকায় এখন মাথা তুলছে বহুতল আবাসন। প্রোমোটিং ব্যবসায় নেমেছেন অনেকেই। স্থানীয় বাসিন্দার দাবি, নারকেলডাঙা মেন রোডে নির্মাণ নিয়ে দুই গোষ্ঠীর বিবাদ দীর্ঘদিনের। এরআগেও এলাকায় অশান্তি হয়েছে। প্রোমোটিং নিয়ে বিবাদের কারণেই এদিন সকালে এলাকায় গুলি চলেছে। ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ।   

[ স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এনআরসি-র বিরোধিতায় প্রচার, হাওড়ায় চাঞ্চল্য]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement