Advertisement
Advertisement

Breaking News

বাবুল সুপ্রিয়কে হেনস্তার কাণ্ডে ক্ষুব্ধ, যাদবপুর ক্যাম্পাসে যাচ্ছেন স্বয়ং রাজ্যপাল

পরিস্থিতি সামাল দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন যাদবপুরের উপাচার্য সুরঞ্জন দাস৷

Governor Jagdip Dhankar may go to Jadavpur University to see Babul Supriyo
Published by: Tanujit Das
  • Posted:September 19, 2019 6:43 pm
  • Updated:September 19, 2019 6:49 pm


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাবুল সুপ্রিয়কে নিগ্রহের ঘটনায় ক্ষুব্ধ রাজ্যপাল জগদীপ ধনকড়৷ সূত্রের খবর, পরিস্থিতি খতিয়ে দেখতে শীঘ্রই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন রাজ্যপাল তথা আচার্য জগদীপ ধনকড়৷ আগেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাসের থেকে রিপোর্ট চেয়েছেন তিনি৷ পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যে যাদবপুরে পৌঁছে গিয়েছে অতিরিক্ত বাহিনী৷ যথাযথ নিরাপত্তা দিয়ে কেন্দ্রীয় মন্ত্রীকে সেখান থেকে বের করে আনার চেষ্টা করছে বাহিনী৷ একই ভাবে ঘটনার নিন্দা করেছে বিজেপি ও তৃণমূল৷

[ আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে দেউচা-পাঁচামি কয়লাখনি উদ্বোধনে না আসার আবেদন, চিঠি বিজেপি সাংসদের ]

Advertisement

সূত্রের খবর, কেন্দ্রীয় মন্ত্রীকে হেনস্তার খবর পেয়েই ঘটনাস্থলে আসেন যাদবপুরের উপাচার্য সুরঞ্জন দাস৷ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন তিনি৷ তবে ব্যর্থ হন৷ অভিযোগ, তাঁর পরামর্শ উপেক্ষা করেই বাবুলকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন বামপন্থী ছাত্ররা৷ কিল, চড় মারা হয় কেন্দ্রীয় মন্ত্রীকে৷ ক্ষমা না চাইলে কোনও ভাবেই তিনি ক্যাম্পাস ছাড়বেন না বলে, সাফ জানিয়ে দেন বাবুল সুপ্রিয়৷ প্রচণ্ড ক্ষোভে ক্যাম্পাসের মধ্যেই অবস্থান শুরু করেন তিনি৷ জানা গিয়েছে, প্রচণ্ড ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়েছেন যাদবপুরের উপাচার্য সুরঞ্জন দাস৷ চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ কেবল বাবুল সুপ্রিয় নন, বুধবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের হেনস্তার মুখে পড়েছেন ফ্যাশন ডিজাইনার তথা বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল৷ ঘটনার নিন্দা করে তিনি বলেন, ‘‘এই বিশ্ববিদ্যালয় থেকেই আমিও পড়াশোনা করেছি৷ আজকের ঘটনা অত্যন্ত নিন্দার৷ আমারও শাড়ি ধরে টানা হয়েছে, অকথ্য গালিগালাজ করা হয়েছে৷’’ বাবুলের বিরুদ্ধে পালটা মারধরের অভিযোগে সরব হয়েছে বামপন্থী ছাত্ররাও৷

Advertisement

[ আরও পড়ুন: এনআরসি আতঙ্ক কাটাতে আইনি সহায়তা কেন্দ্র খোলার উদ্যোগ তৃণমূলের, জানালেন সিদ্দিকুল্লা ]

গেরুয়াপন্থী ছাত্র সংগঠন আখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-র নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে বৃহস্পতিবার রণক্ষেত্র হয়ে ওঠে যাদবপুর বিশ্ববিদ্যালয়৷ এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বৃহস্পতিবার দুপুরে যাদবপুরে আসেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়৷ অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের গেটের সামনেই তাঁর পথ আটকায় বামপন্থী ছাত্র সংগঠনের সদস্যরা৷ বাবুল সুপ্রিয়কে হেনস্তা করা হয়৷ ধস্তাধস্তিতে ছিঁড়ে যায় কেন্দ্রীয় মন্ত্রীর জামা৷ সূত্রের খবর, এদিনের ‘নবীনবরণ’ অনুষ্ঠানে কোনও রাজনৈতিক কর্মসূচিতে নয়, আমন্ত্রিত অতিথি হিসাবে এসেছিলেন বাবুল সুপ্রিয়৷ যাদবপুর বিশ্ববিদ্যালয়কে সেন্ট্রাল ইউনিভার্সিটি ঘোষণার দাবিতে শিক্ষক সংগঠন জুটার তরফে কেন্দ্রীয় মন্ত্রীর কাছে একটি আবেদন পত্র জমা দেওয়ারও পরিকল্পনা ছিল৷ কিন্তু অভিযোগ, তাঁকে অনুষ্ঠান মঞ্চ পর্যন্ত যেতে বাধা দেয় বামপন্থী ছাত্র সংগঠনের সদস্যরা৷ পরে অনুষ্ঠান থেকে বের হলেও হেনস্তা করা হয় কেন্দ্রীয় মন্ত্রীকে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ