১৬ জ্যৈষ্ঠ  ১৪৩০  বুধবার ৩১ মে ২০২৩ 

READ IN APP

Advertisement

এবার রূপান্তরকামীদেরও স্বাস্থ্যসাথী, বৃদ্ধাশ্রমের আবাসিকদের জন্যও ব্যবস্থা একাধিক জেলায়

Published by: Akash Misra |    Posted: March 25, 2023 9:54 am|    Updated: March 25, 2023 9:55 am

Health Card for transgender| Sangbad Pratidin

ক্ষীরোদ ভট্টাচার্য: রূপান্তরকামীরাও স্বাস্থ‌্যসাথীর আওতায় আসছেন। অন্তত এমনটাই খবর স্বাস্থ‌্য দফতরের। আবার বৃদ্ধাশ্রমের আবাসিকদেরও স্বতঃপ্রণোদিত হয়ে কয়েকটি জেলা থেকে স্বাস্থ‌্যসাথীর আওতায় আনা হয়েছে। এই ক্ষেত্রে নোডাল অফিসার জেলাশাসক। দিনকয়েক আগে স্বাস্থ‌্যসাথীর রিভিউ মিটিং হয়। বিশেষজ্ঞ কমিটির কাছে যে তথ‌্য তুলে ধরা হয়েছে তা একদিকে যেমন ইষর্ণীয়, তেমনই খরচসাপেক্ষও বটে। তথ‌্য বলছে, রাজ্যে ২ কোটি ৮৫ লক্ষ পরিবার স্বাস্থ‌্যসাথী পরিষেবার আওতায় এসেছে। মাসে গড়ে ২০০-২২০ কোটি টাকা সরকারের কোষাগার থেকে খরচ হয়। এই সব তথ্যের পাশাপাশি আরও একটি বিষয় নজরে এসেছে বিশেষজ্ঞ কমিটির। রূপান্তরকামীরাও স্বাস্থ‌্যসাথীর পরিষেবা পাচ্ছেন। এলাকার সরকারি দফতর থেকে স্বাস্থ‌্যসাথীর কার্ড নিয়েছেন। সংখ‌্যাটা অন্তত ৪৩ হাজার। বস্তুত, রাজ্যের সর্বস্তরে যে এই পরিষেবা পৌঁছে গেছে এটাই তার বড় প্রমাণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

স্বাস্থ‌্যসাথীর ফর্মপূরণের সময় তিনটি কলাম থাকে। পুরুষ, স্ত্রী ও অন‌্যান‌্য। গত দু’বছরের তথ‌্য বলছে, রূপান্তরকামীরা আগের থেকে অনেক সহজেই নিজের পরিচয় প্রকাশ্য়ে আনছেন। এবং সমাজের মূল স্রোতে থেকে আর পাঁচজনের মতো কাজ করছেন। তাই সরকারি সুবিধা নেওয়ার ক্ষেত্রেও আগের মতো আত্মপরিচয় গোপন করার মতো অবস্থা নেই। এই বিষয়ে ঢোলা মহাবিদ‌্যালয়ের অধ‌্যক্ষ ও ট্রান্সজেন্ডার ডেভলপমেন্ট বোর্ডের ভাইস প্রেসিডেন্ট মানবী বন্দ্য়োপাধ্যায় বলেছেন, ‘‌‘রূপান্তরকামী হিসাবে যদি ভেটের সচিত্র পরিচয়পত্র ও আধার কার্ড পেতে পারেন তবে স্বাভাবিক নিয়মেই স্বাস্থ‌্যসাথী কার্ড নিয়ে সরকারি-বেসরকারি হাসপাতাল থেকে স্বাস্থ‌্য পরিষেবা নিতে পারেন রূপান্তরকামী।’’ মানবীর দাবি, ‘‘স্ত্রী থেকে পুরুষ বা বিপরীত লিঙ্গে পরিবর্তিত হয়ে গেলে তাঁকে রূপান্তরকামী কেন বলা হবে তা ভেবে দেখার সময় এসেছে।’’ স্বাস্থ‌্য দফতর সূত্রে খবর, এসএসকেএম হাসপাতালে গত কয়েক বছরে লিঙ্গ পরিবর্তন করে রূপান্তরিত হয়েছেন বেশ কয়েকজন। তবে তাঁদের দীর্ঘদিন চিকিৎসার মধ্যে থাকতে হয়।

[আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের জালে OMR শিট প্রস্তুতকারী সংস্থার আধিকারিক]

এটা যেমন একটা দিক, তেমনই বৃদ্ধাশ্রমের আবাসিকদেরও স্বাস্থ‌্যসাথীর আওতায় আনার জন‌্য বিভিন্ন জেলায় কাজ শুরু হয়েছে। কলকাতার ক্ষেত্রে পুর কমিশনার ও এবং জেলাশাসকরা নোডাল অফিসার হিসাবে কাজ করবেন। বৃদ্ধাশ্রমের আবাসিকরা পাঁচজন বা তার বেশি একযোগে আবেদন করলে তাদের স্বাস্থ‌্যসাথীর আওতায় আনা হচ্ছে। এক্ষেত্রে অবশ‌্য সুবিধাভোগীর পরিবার অর্থাৎ তাঁর ছেলে মেয়ে বা আত্মীয় পরিজন আছে কি না ? অথবা তাঁদের বর্তমান অবস্থা জেনে নেওয়া হয়। এর মধ্যেই বিভিন্ন জেলায় অসৎ উপায়ে স্বাস্থ‌্যসাথীর কার্ড ব‌্যবহার করে সরকারি কোষাগার থেকে টাকা আদায়ের ঘটনায় অন্তত কুড়িটি ছোট-বড় নার্সিংহোমকে চিহ্নিত করা হয়েছে। স্বাস্থ‌্য দফতর সূত্রে খবর, ক্লিনিক‌্যাল এস্টাব্লিশমেন্ট আইন মোতাবেক লাইসেন্স রদ করার জন‌্য কাজ শুরু হয়েছে।

[আরও পড়ুন: ‘নিয়োগ দুর্নীতির ষড়যন্ত্রে পার্থ চট্টোপাধ্যায় শিক্ষক, শান্তনু ছাত্র’, বিস্ফোরক ইডি’র আইনজীবী ]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে