Advertisement
Advertisement

Breaking News

সিপিএমের অফিস ভাঙচুর, অভিযোগের তির শাসকদলের দিকে

আটকে পড়েন সিপিএম নেতা অনাদি সাহু-সহ প্রায় জনাকুড়ি কর্মী-সমর্থক।

Kolkata: CPM party office ransacked by goons
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 30, 2018 10:26 am
  • Updated:May 30, 2018 10:26 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মধ্য কলকাতার সূর্য সেন স্ট্রিটে সিপিএমের দলীয় কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালাল একদল দুষ্কৃতী। আগুন লাগানোরও চেষ্টা চলে। মঙ্গলবার রাতে অফিস ভাঙচুরের সময় ভিতরে আটকে পড়েন সিপিএম নেতা অনাদি সাহু-সহ প্রায় জনাকুড়ি কর্মী-সমর্থক। পুলিশ এসে তাঁদের উদ্ধার করে নিয়ে যায়। থানায় ঘটনার অভিযোগ দায়ের হয়েছে। এই ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। অনাদি সাহুর অভিযোগ, এই ঘটনায় শাসকদল জড়িত। অভিযুক্তদের চিহ্নিত করা হয়েছে। তাদের নামে অভিযোগ দায়ের করা হয়েছে।

[মাংস বিশুর সঙ্গীদের সন্ধানে রাতভর কলকাতায় তল্লাশি সিআইডির]

দলীয় সূত্রে খবর, মিত্র ইনস্টিটিউশন স্কুলের গেটের সামনে নিহত শিক্ষক বরুণ বিশ্বাসের স্মরণসভাকে কেন্দ্র করে অশান্তির সূত্রপাত। এসএফআই এই সভা আয়োজন করায় শাসকদলের পক্ষ থেকে বেশ কয়েকবার বাধা দেওয়া হয়েছিল। এদিন তা বাড়াবাড়ির পর্যায়ে যায়। অন্যদিকে, এদিনই ঝাড়গ্রামের বামদা এলাকাতে বিজেপির পার্টি অফিসেও ব্যাপক ভাঙচুর চলে। কয়েক রাউন্ড গুলি চলে বলেও খবর। অভিযোগ, শাসকদলের বিরুদ্ধেই। দু’টি ঘটনাতেই শাসকদল তাদের জড়িত থাকার কথা অস্বীকার করেছে।

Advertisement
[বীরভূমের নলহাটিতে উদ্ধার প্রচুর বিস্ফোরক, গ্রেপ্তার ১]

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ