সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলেজে ছাত্র ভরতিতে দুর্নীতি রুখতে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ দুর্নীতি ঠেকাতে মাঠে নেমেছেন খোদ শিক্ষমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ কলেজে কলেজে বিজ্ঞপ্তি ছাপিয়ে পুলিশের তরফেও সতর্ক করা হয়েছে৷ কলেজে ভরতি সমস্যা রুখতে জারি হয়েছে নয়া বিজ্ঞপ্তি৷ কিন্তু, এতো কিছু করার পরও এড়ানো যাচ্ছে না বিভ্রান্তি৷ বুধবার সকালে ছাত্র ভরতি ইস্যুতে নতুন করে সুরেন্দ্রনাথ কলেজে উত্তেজনা ছড়িয়ে পড়ে৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পড়ুয়াদের সঙ্গে কথা বলেন পুলিশ কমিশনার রাজীব কুমার৷ আজ আরও কয়েকটি কলেজে পরিদর্শন করেন তিনি৷
[বাইক দুর্ঘটনায় মৃত্যু কমাতে পুলিশের নজর আরোহীর হেলমেটে]
কলেজে গিয়ে ভরতি সংক্রান্ত কোনও অভিযোগ আছে কি না, তা খতিয়ে দেখলেন তিনি৷ টাকা নিয়ে কলেজে আসন বিক্রির কোনও অভিযোগ থাকলে তা কলকাতা পুলিশকে জানানোর জন্য ছাত্রছাত্রীদের পরামর্শ দিলেন। কলেজে ভরতি নিয়ে কয়েকদিন ধরে বিক্ষিপ্ত গন্ডগোলের খবর আসছে। মূলত বহিরাগতরা যোগ্য ছাত্রছাত্রীদের ভরতিতে বাধা দিচ্ছে, কারও কারও কাছে টাকা চাওয়া হচ্ছে বলে অভিযোগ। রাজ্য সরকার কোনও অবস্থায় তা বরদাস্ত করবে না, তা স্পষ্ট বার্তায় জানিয়ে দিয়েছে।
[এবার ছোটদের গণতন্ত্রের পাঠ, সিলেবাসে ঢুকছে ‘ভোটাধিকার’]
স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশুতোষ কলেজে গিয়ে ‘সারপ্রাইজ ভিজিট’ করেন। ভরতিতে মেধাই হল মাপকাঠি, তা স্পষ্ট করে দিয়েছে রাজ্য সরকার। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় শহরের একাধিক কলেজে ‘সারপ্রাইজ ভিজিট’ করেন। ভরতির জন্য টাকা নেওয়া হচ্ছে, এমন কোনও অভিযোগ থাকলে তা পুলিশকে জানানোর কথা বলেছেন শিক্ষামন্ত্রী। কলকাতা পুলিশও বিষয়টি নিয়ে তৎপর। টাকা দিয়ে সিট বিক্রির অভিযোগে কয়েকজনকে গ্রেপ্তারও করেছেন পুলিশ।
[অ্যাডভেঞ্চারের নেশায় বাড়ি থেকে পালিয়ে কলকাতায়, উদ্ধার ভাই-বোন]
বুধবার সরোজমিনে পরিস্থিতি দেখতে সুরেন্দ্রনাথ কলেজে যান কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার। কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন তিনি। এদিন ছাত্র স্বার্থে ব্যাপকমাত্রায় তৎপরতা দেখা গিয়েছে পুলিশের। তবে সুরেন্দ্রনাথ কলেজের সামনে এদিন দফায় দফায় চলেছে ছাত্র বিক্ষোভ। কীভাবে ভরতির প্রক্রিয়া হবে, তা বুঝে উঠতে পারছেন না ছাত্রছাত্রীরা। পড়ুয়া ও অভিভাবকদের বিক্ষোভের জেরে উত্তাল সুরেন্দ্রনাথ কলেজ চত্বর। বিভ্রান্তি কাটাতে কলেজ কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলে। রাজ্য সরকারের নির্দেশিকা তুলে কর্তৃপক্ষ জানায়, কাউন্সিলিংয়ের জন্য কলেজে যেতে হবে না। অনলাইনে ভরতির টাকা জমা দিতে হবে৷