Advertisement
Advertisement

কলেজে ভরতির নামে তোলাবাজি, ছাত্র নেতাদের বৈঠকে ডাকলেন ক্ষুব্ধ মমতা

কড়া বার্তা দিতে চলেছেন মুখ্যমন্ত্রী।

Mamata called meeting with student leaders
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 1, 2018 8:51 pm
  • Updated:July 1, 2018 8:51 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টাকা নিয়ে কলেজে ছাত্র ভরতি রুখতে সোমবার ছাত্র নেতাদের ডেকে জরুরি বৈঠকে বসতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ ছাত্র ভর্তি সংক্রান্ত একাধিক অভিযোগ ওঠার ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী শনিবারই কড়া বার্তা দেন৷ অভিযোগ রুখতে পুলিশকে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেন মুখ্যমন্ত্রী৷ প্রশাসনিক ভাবে কড়াকড়ি ব্যবস্থা নিশ্চিত করার পর এবার নিজের দলের ছাত্র নেতাদের ডেকে তৃণমূল ভবনে জরুরি বৈঠক বসছেন দলনেত্রী৷ সোমবারের বৈঠকে সমস্ত জেলার প্রতিনিধিদের তৃণমূল ভবনে উপস্থিত থাকার নির্দেশও পাঠানো হয়েছে৷

[মিষ্টি খেতে ভালবাসেন? তবে একবার ঢুঁ মারতেই হবে ইকো পার্কে]

কলেজে কলেজে ছাত্র ভরতির নামে তোলাবাজির অভিযোগ পেয়ে ক্ষুব্ধ হন মমতা বন্দ্যোপাধ্যায়৷ দলের ছাত্রনেতাদের একাংশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা ঘনিষ্ঠ মহলে জানান তৃণমূল নেত্রী৷ কলেজে কলেজে তোলাবাজির রাশ নাটতে দলের ছাত্র নেতাদের তৃণমূল ভবনে বসিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার কড়া বার্তা দিতে চলেছেন বলে দলীয় সূত্রে খবর৷

Advertisement

অন্যদিকে, টাকা নিয়ে কলেজে ছাত্র ভরতির অভিযোগে ধৃত দুই ছাত্র নেতার জামিনের আর্জি মঞ্জুর করল আদালত৷ আজ, ধৃত দুই ছাত্রনেতাকে আদালতে তোলা হলে শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করে আদালত৷ অভিযোগকারীর মত বদল করায় রবিবার সহজেই জামিন পেয়ে যান মহারাজা শ্রীশচন্দ্র কলেজের রীতেশ জয়সওয়াল ও লালসাহেব গুপ্তা নামের দুই টিএমসিপি সদস্য৷ তবে, জামিনে মুক্তি মিললেও দলীয় স্তরে এই দুই ছাত্র নেতাকে বহিষ্কার করা হতে পারে বলে তৃণমূল সূত্রে খবর৷

Advertisement

[চিনা ভাষায় বিভ্রান্ত করার চেষ্টা, মাদক পাচারকারীদের জেরায় দোভাষীর সন্ধানে পুলিশ]

গত সপ্তাহে তৃণমূলের কোর কমিটির বৈঠকে ওঠে কলেজে ছাত্র ভরতির সময় টাকা নেওয়ার প্রসঙ্গ৷ ওই বৈঠকেই দলের ছাত্র সংগঠনকে সাবধান করে দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ কিন্তু তারপরেও ছাত্র ভরতি প্রক্রিয়া শুরু হতে না হতেই টিএমসিপির বিরুদ্ধে উঠছে তোলাবাজির অভিযোগ৷ তাতেই বেজায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী৷ অভিযুক্তদের রেয়াত করা হবে না বলেও সাফ জানিয়ে দিয়েছেন তিনি৷ ইতিমধ্যেই মহারাজা শ্রীশচন্দ্র কলেজে ভরতি করিয়ে দেওয়ার বিনিময়ে মোটা টাকা চাওয়ায় গ্রেপ্তার ও পরে জামিন মেলে রীতেশ জয়সওয়াল ও লালসাহেব গুপ্তের৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ