Advertisement
Advertisement
জালনোট

ভোটের আগে ফের জালনোট চক্রের হদিশ শহরে, গ্রেপ্তার পাচারকারী

ধৃতকে জেরা করে পাচারচক্রের পাণ্ডার খোঁজ শুরু তদন্তকারীদের৷

Man arrested in Kolkata with fake Indian notes
Published by: Sayani Sen
  • Posted:March 24, 2019 2:46 pm
  • Updated:March 24, 2019 2:46 pm

অর্ণব আইচ: মৌলালির পর এবার ধর্মতলা বাসস্ট্যান্ড৷ ফের এসটিএফের জালে আরও এক জালনোট পাচারকারী৷ রবিবার সকালে ঝুল্লু রহমান নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়৷ তার কাছ থেকে ২০০০ টাকার নব্বইটি জালনোট বাজেয়াপ্ত করা হয়েছে৷ কোথায় নোটগুলি পাচার করা হচ্ছিল, আর কে কে এই ঘটনার সঙ্গে জড়িত, এসব প্রশ্নের উত্তর খুঁজতে ধৃতকে জেরা করছেন এসটিএফ আধিকারিকরা৷

[ আরও পড়ুন: অনশন মঞ্চ ওঠাতে হুমকি পুলিশের! অভিযোগে সরব এসএসসি চাকরি প্রার্থীরা]

গোপন সূত্রে তদন্তকারীরা খবর পান প্রচুর পরিমাণ জালনোট নিয়ে শহরে ঘোরাফেরা করছে একজন৷ তার খোঁজে তল্লাশি শুরু হয়৷ সেই অনুযায়ী ধর্মতলা বাসস্ট্যান্ডে হানা দেন তদন্তকারীরা৷ ওই এলাকা থেকেই একেবারে হাতেনাতে অভিযুক্তকে পাকড়াও করেন আধিকারিকরা৷ ধৃতের কাছ থেকে ৯০টি দু’হাজার টাকার মোট ১ লক্ষ ৮০ হাজার টাকার জালনোট উদ্ধার করে এসটিএফ৷ জানা গিয়েছে, ধৃত বছর পঞ্চাশের ঝুল্লু রহমান৷ মালদহের কালিয়াচকের বাসিন্দা সে৷ দীর্ঘদিন ধরে জালনোট পাচারের সঙ্গে ঝুল্লু জড়িত ছিল বলেই তদন্তকারীদের দাবি৷ বিপুল পরিমাণ জালনোট কাকে পাচারের ছক কষেছিল অভিযুক্ত, তা খতিয়ে দেখা হচ্ছে৷ তার সঙ্গে আর কে কে এই চক্রে জড়িত, তাও তদন্ত করে দেখছেন এসটিএফ আধিকারিকরা৷

Advertisement

[ আরও পড়ুন: বিরোধীদের দাবি উড়িয়ে রাজ্যে ৩০% স্পর্শকাতর বুথে সিলমোহর কমিশনের]

বেশ কিছুদিন ধরেই শহরে জালনোট চক্রের রমরমা দেখা গিয়েছে৷ সামনেই লোকসভা নির্বাচন৷ তার আগে এই পাচারকারীদের দৌরাত্ম্য কমাতে বেশ কয়েকদিন ধরেই বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছেন আধিকারিকরা৷ সপ্তাহদুয়েক আগেই দীপক মণ্ডল নামে এক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়৷ তাকে জেরা করেই মৌলালি থেকে আরও একজনকে গ্রেপ্তার করে অভিযুক্ত৷ ধৃত দীপক মণ্ডলও জালনোট পাচারের সঙ্গে জড়িত ছিল৷ তাদের জেরা করেই ঝুল্লু রহমানের খোঁজ পাওয়া যায়৷ নির্বাচনের আগে বারবার শহরে জালনোট উদ্ধারের ঘটনায় চিন্তিত এসটিএফ আধিকারিকরা৷ ঝুল্লুকে জেরা করেই চক্রের মূল পাণ্ডার খোঁজ শুরু করেছেন তদন্তকারীরা৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ