Advertisement
Advertisement

Breaking News

রাজ্যের সংখ্যালঘুদের স্বার্থে ‘আওয়াজ’ তুলবে এই নয়া সংগঠন

সংগঠনে রয়েছেন বাম-কংগ্রেসের রাজনীতিবিদরা৷

 New Minority Forum established in Kolkata
Published by: Tanujit Das
  • Posted:November 23, 2018 9:55 pm
  • Updated:November 23, 2018 9:55 pm

ক্ষিরোদ ভট্টাচার্য: সংখ্যালঘুদের নিরাপত্তা রক্ষার্থে এবং গেরুয়াকরণের বিরুদ্ধে রুখে দাঁড়াতে তৈরি হল নয়া সংগঠন৷ নাম ‘আওয়াজ’। শুক্রবার কলকাতা থেকে পথ চলা শুরু করল এই সংগঠনটি৷ ধীরে ধীরে এর বিভিন্ন শাখা ছড়িয়ে পড়বে গোটা রাজ্যে৷ আগামী ১ ডিসেম্বর মৌলালি যুবকেন্দ্রে অনুষ্ঠিত হবে সংগঠনের প্রথম সম্মেলন।

[মুখ্যমন্ত্রীর ফর্মুলায় মন্ত্রিত্ব-মেয়রের দায়িত্ব সামলাব: ফিরহাদ]

Advertisement

শুক্রবার উদ্বোধন অনুষ্ঠানে সংগঠনের আহবায়ক ফুয়াদ হালিম বলেন, “অরাজনৈতিক এই সংগঠনের মূল উদ্দেশ্য হবে, দেশের বিভিন্ন অংশে যেভাবে সংখ্যালঘু ও আদিবাসীদের উপর হামলার ঘটনা ঘটছে, এর বিরুদ্ধে জনমত তৈরি করা।” এখানেই শেষ নয়, এদিন এনআরসি ইস্যুতেও ক্ষোভ উগরে দেন ফুয়াদ হালিম৷ তাঁর অভিযোগ, এনআরসির নামে যেভাবে বৈষম্য শুরু হয়েছে তাতে মদত দিচ্ছে কয়েকটি রাজনৈতিক দল। রাজ্যের গণতান্ত্রিক ও প্রগতিশীল অংশের মানুষকে একইমঞ্চে আনার জন্যই আত্মপ্রকাশ করেছে এই সংগঠন। জানা গিয়েছে, এই সংগঠনে রয়েছেন বাম ও কংগ্রেসের একাধিক রাজনীতিবিদ৷ রয়েছেন সমাজের বিভিন্ন অংশের মানুষ৷ সংখ্যালঘুদের অধিকার ও নিরাপত্তার জন্য লড়াইয়ের পাশাপাশি, গেরুয়া শিবিরের মোকাবিলা করাও এই সংগঠনের অন্যতম উদ্দেশ্য বলে জানা গিয়েছে৷

Advertisement

[ভাবী মেয়রকে শুভেচ্ছা জানিয়ে প্রাক্তনকে সার্টিফিকেট রত্নার]

এদিন একটি আলোচনা সভারও আয়োজন করেছিলেন সংগঠনের সদস্যরা৷ সেখানে উপস্থিত ছিলেন, প্রাক্তন বিচারপতি অশোক কুমার গঙ্গোপাধ্যায়, প্রাক্তন বিচারপতি নিসার খান, অশোকনাথ বসু, আনন্দদেব মুখোপাধ্যায়, প্রতীচি ট্রাস্টের কুমার রানা, সর্দার আমজাদ আলি, আইনজীবী বিকাশ ভট্টাচার্য, গৌতম রায় প্রমুখ ব্যক্তিত্ব৷ তাঁরা প্রত্যেকেই বর্তমান সামাজিক অবস্থা সম্পর্কে নিজেদের মতামত জানান৷ পাশাপাশি, এই সংগঠনের অগ্রগতি কামনা করেন৷ বর্তমান সময়ে দাঁড়িয়ে এমন একটা সংগঠনের প্রয়োজনীয়তা রয়েছে বলেও জানান তাঁরা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ