Advertisement
Advertisement
NIA

ময়নার বিজেপি নেতা খুন: তদন্ত করবে NIA, সিঙ্গল বেঞ্চের রায়ই বহাল ডিভিশন বেঞ্চে

কী জানাল হাই কোর্ট?

NIA probe in murder of BJP leader in Moyna
Published by: Tiyasha Sarkar
  • Posted:May 16, 2024 3:48 pm
  • Updated:May 16, 2024 4:24 pm

গোবিন্দ রায়: ময়নার বিজেপি নেতা খুনের মামলায় হাই কোর্টে ধাক্কা রাজ্যের। সিঙ্গেল বেঞ্চের এনআইএ তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে হাই কোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল রাজ্য। কিন্তু হাই ডিভিশন বেঞ্চ সাফ জানাল, ইতিমধ্যে NIA তদন্ত শুরু করেছে তাই সেখানে আর হস্তক্ষেপ করবে না কোর্ট।

গতবছর মে মাসের শুরুতেই ময়নার বাকচা এলাকায় বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে বিজেপি বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইঞাকে খুন করা হয় বলে অভিযোগ। এনিয়ে তপ্ত হয়ে ওঠে এলাকা। শুরু হয় ব্যাপক রাজনৈতিক চাপানউতোর। হত্যার পিছনে তৃণমূলকে দায়ী করে প্রতিবাদে নামে বিজেপি। জল গড়ায় আদালতেও। বিচারপতি জয় সেনগুপ্ত এই মামলায় এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছিলেন।

Advertisement

[আরও পড়ুন: এবার ২ দিনে ৬টি জনসভা, ষষ্ঠ দফার ভোটের প্রচারে ফের বঙ্গ সফরে মোদি]

পরবর্তীতে হাই কোর্টের সিঙ্গল বেঞ্চের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য। বৃহস্পতিবার ছিল সেই মামলার শুনানি। কিন্তু হাই কোর্টে খারিজ হয়ে গেল রাজ্যের আর্জি। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ বহাল রাখল সিঙ্গল বেঞ্চের নির্দেশ। আদালতের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই খুনের মামলার তদন্ত শুরু করেছে এনআইএ। ফলত এনআইএ-ই তদন্ত করবে।

[আরও পড়ুন: দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, কাঁথিতে বাস ও চারচাকার সংঘর্ষে মৃত ৪]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement