Advertisement
Advertisement

Breaking News

মমতা বন্দ্যোপাধ্যায়

‘কোনও ভাবে বাংলায় এনআরসি নয়’, দিল্লি থেকে ফিরেই ঘোষণা মুখ্যমন্ত্রীর

সাধারণ মানুষকে ভোটার তালিকায় নাম তোলার পরামর্শ মুখ্যমন্ত্রীর৷

'No NRC in Bengal', CM Mamata Banerjee announces
Published by: Tanujit Das
  • Posted:September 20, 2019 7:45 pm
  • Updated:September 20, 2019 7:45 pm

: ‘‘কোনও ভাবেই বাংলায় এনআরসি হবে না৷’’ দিল্লি থেকে ফিরেই ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ নবান্নে দাঁড়িয়ে তিনি সাফ জানালেন, এনআরসির আতঙ্কে ত্রস্ত হওয়ার কোনও কারণ নেই৷ তিনি বেঁচে থাকতে বাংলায় এনআসরি হবে না৷

[ আরও পড়ুন: ক্যাম্পাসে অশান্তির বিরুদ্ধে মিছিল থেকে ‘আজাদি’ স্লোগান, যাদবপুরে বিতর্কে এসএফআই ]

Advertisement

অসমের পর ইতিমধ্যে এ রাজ্যেও ছড়িয়ে পড়েছে এনআরসি আতঙ্ক৷ যে আতঙ্কের বশে মৃত্যু হয়েছে দু’জনের৷ সেই মৃত্যুর প্রসঙ্গ টেনেই রাজ্যবাসীকে শান্ত হওয়ার আহ্বান জানান মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, ‘‘বাংলায় এনআরসি হবে না৷ আপনারা যেমন আছেন তেমনই থাকবেন৷ শুধুমাত্র ভোটার তালিকায় নামটা তুলে রাখবেন৷ তাহলেই হবে৷ আমরা এ দেশের নাগরিক, ভোটাধিকার প্রয়োগ করা আমাদের গণতান্ত্রিক অধিকার৷’’ আত্মবিশ্বাসের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘‘এনআরসি করতে গেলে রাজ্য সরকারেরও মতামত লাগে৷ এখানে তো আমরা সরকারে রয়েছি৷ আপনারা ভয় পাবেন না৷ আমি যখন বলছি এনআরসি হবে না, তখন বিশ্বাস করুন৷ আপনাদের গায়ে হাত দেওয়ার আগে, মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে হাত দিতে হবে৷’’ পাশাপাশি, এনআরসি ইস্যুতে বিজেপি ভ্রান্ত প্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন মুখ্যমন্ত্রী৷ জানান, এনআরসি ইস্যুতে ভুল রটানো হচ্ছে৷ বিজেপি অপপ্রচার চালাচ্ছে৷

Advertisement

[ আরও পড়ুন: ‘সার্জিক্যাল স্ট্রাইক করে কমিউনিস্টদের ঘাঁটি গুঁড়িয়ে দেব’, পালটা হুমকি দিলীপের ]

উল্লেখ্য, প্রায় আড়াই বছর পর বুধবারই দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ রাজ্যের দাবিদাওয়ার পূরণের দাবি জানানোর পাশাপাশি, বৈঠকে দেউচা-পাঁচামির উদ্বোধনের জন্য মোদিকে রাজ্যে আমন্ত্রণ জানান মমতা বন্দ্যোপাধ্যায়। পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও বৈঠক করেন মুখ্যমন্ত্রী৷ সূত্রের খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এনআরসি সমস্যার কথা বলেন মুখ্যমন্ত্রী৷ বিষয়টি যাতে স্বরাষ্ট্রমন্ত্রক গুরুত্ব দিয়ে দেখে, সেই আবেদন জানিয়ে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে দিল্লির বৈঠকগুলিতে এ রাজ্যে এনআরসির বিষয়ে কথা হয়নি বলেই, শুক্রবার জানান মমতা বন্দ্যোপাধ্যায়৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ