Advertisement
Advertisement

Breaking News

মৃত বিজেপি কর্মীর বাড়িতে যাচ্ছেন না অমিত শাহ, কটাক্ষ পার্থর

বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়টি স্পষ্ট করার চেষ্টা করেন পার্থবাবু৷

Partha Chatterjee slams Amit Shah’s Purulia tour
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 18, 2018 5:33 pm
  • Updated:June 18, 2018 6:39 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজেপি সভাপতি অমিত শাহের দু’দিনের রাজ্য সফরকে কেন্দ্র করে তীব্র ভাষায় কটাক্ষ করলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়৷ আজ, সাংবাদিক বৈঠক করে অমিত শাহের পুরুলিয়া জনসভা ও মৃত বিজেপি কর্মীর বাড়ি যাওয়ার কর্মসূচি বাতিল হওয়ার প্রসঙ্গে তোপ দাগেন মহাসচিব৷ একই সঙ্গে যোগ দিবস পালনে রাজ্যপালের চিঠিকে হাতিয়ার করেও কেন্দ্র সরকারকে আক্রমণ করেন পার্থ চট্টোপাধ্যায়৷

আজ সোমবার তৃণমূল মহাসচিব বলেন, ‘‘পুরুলিয়ার ঘটনায় অমিত শাহ রাজ্যে আসছেন৷ শুনেছি, পুরুলিয়ায় জনসভা করবেন৷ জনসভা করবেন, অথচ মৃত বিজেপি কর্মীর বাড়িতে যাবেন না৷ কারণ, তিনি জানেন ওখানে গেলে সব খোলাসা হয়ে যাবে৷’’ পুরুলিয়া কাণ্ডের পেছনে বজরং দল ও বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ আগেই তুলেছিল স্থানীয় তৃণমূল নেতৃত্ব৷ আজ, সাংবাদিক বৈঠক করে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়টি স্পষ্ট করার চেষ্টা করেন পার্থবাবু৷ এদিন সাংবাদিক সম্মেলন করে বলেন, ‘‘পুরুলিয়ার ঘটনার তদন্ত চলছে৷ কিন্তু, তার মধ্যেই দিল্লি থেকে বড় নেতারা বাংলা এসে বাজার গরম করার চেষ্টা চলছে৷ বাংলার মানুষ বিজেপির এই খুনের রাজনীতির যোগ্য জবাব দেবেই৷’’

Advertisement

[সারদা কাণ্ডে ফের পি চিদাম্বরমের স্ত্রীকে তলব ইডির]

যদিও, অমিত শাহরে রাজ্য সফর ঘিরে তৈরি হয়েছে নানন জল্পনা৷ পুরুলিয়ায় মৃত বিজপি কর্মীর বাড়িতে যাওয়ার পরিবর্তে সেখানে বড়সড় জনসভা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ আর নিয়েই শুরু হয়েছে নয়া জল্পনা৷ মৃত কর্মীদের বাড়িতে না গিয়ে কীভাবে জনসভার আয়োজন করল বিজেপি? যাঁদের মৃত্যুর প্রতিবাদ জানিয়ে এতদিন দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়ে গেলেন নিচুতলার কর্মীরা, সেই তাঁদেরই সহযোগীর মৃত্যুতে ভিটে মাড়াবে না অমিত? ভাবলেই অবাক হচ্ছেন নিচুতলার কর্মীদের একাংশের৷

Advertisement

[বিল নিয়ে বেসরকারি হাসপাতালে চূড়ান্ত হেনস্তা, স্বাধীনতা সংগ্রামীর মৃত্যু]

কর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হলেও তা নিয়ে মোটেও চিন্তিত নয় বিজেপি শিবির৷ জানা গিয়েছে, দিল্লি থেকে যে সূচি এসেছে, তাতে আগামী ২৭ তারিখ সকাল ১১টা নাগাদ দমদম বিমানবন্দরে পৌঁছবেন অমিত শাহ। সেখান থেকে সড়কপথে সোজা উঠবেন পোর্ট ট্রাস্টের গেস্ট হাউসে। সেখানে ঘণ্টা দেড়েক বিশ্রামের পর একাধিক বৈঠক করবেন তিনি। দলের বিবিধ কার্যক্রম এবং ভাবধারা প্রচারের দায়িত্বে থাকা আইটি সেল এবং সোশ্যাল মিডিয়া সেলের কর্মীদের সঙ্গে আলাদা করে বসবেন। এরপর দুপুরের খাওয়া শেষ করে নির্বাচন কমিটির সঙ্গে বসার কথা। বিকেলে বুদ্ধিজীবীদের সঙ্গে বৈঠকের পর ফের গেস্ট হাউসে ফিরে কিছু কর্মসূচি রয়েছে তাঁর৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ