Advertisement
Advertisement
সরস্বতী পুজো

সংবাদ প্রতিদিন ‘সরস্বতীর সেরা স্কুল ২০২০’: ঘোষিত সেরাদের তালিকা

বিশিষ্টদের বিচারে 'সেরার সেরা' বিনোদিনী গার্লস হাই স্কুল, দেখে নিন পূর্ণাঙ্গ তালিকা।

Saraswati Pujo: Here are the list of winners given by Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:January 29, 2020 9:41 pm
  • Updated:January 30, 2020 12:10 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘোষিত সংবাদ প্রতিদিন আয়োজিত ‘সরস্বতীর সেরা স্কুল’ প্রতিযোগিতার চূড়ান্ত ফলাফল। থিমের অভিনবত্ব, ভাবনার বহিঃপ্রকাশ আর আয়োজনের আন্তরিকতায় এ বছরের প্রতিযোগিতাও হয়ে উঠল ব‌্যতিক্রমী এবং সর্বাঙ্গসুন্দর। একশোটিরও বেশি স্কুল এবার অংশগ্রহণ করেছিল। কিন্তু শেষ পর্যন্ত চুলচেরা বিচার-বিশ্লেষণে ‘সেরার সেরা’-র শিরোপা ছিনিয়ে নিল বিনোদিনী গার্লস হাই স্কুল। এবারের প্রথম স্থানাধিকারী তারাই। যুগ্ম দ্বিতীয় টাকী হাউস গভর্নমেন্ট স্পনসর্ড গার্লস হাই স্কুল এবং শ্রী ঋতম বিদ‌্যাপীঠ। আর তৃতীয় স্থানে রয়েছে ‘দ‌্য পার্ক ইন্‌স্টিটিউশন’। এছাড়াও সেরা পরিবেশ এবং নান্দনিকতার বিচারে পুরস্কৃত হয়েছে দি স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুল এবং বড়িশা গার্লস হাই স্কুল।

 

Advertisement

‘ছেলের আমার…, আমার প্রতি অগাধ সম্ভ্রম আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম।’ নচিকেতার সুরে, কথায় এই গান সকলের মরমে ছুঁয়ে যায়। আর ঠিক এই ভাবনাকেই বাগদেবীর আরাধনায় অন‌্য আঙ্গিকে ফুটিয়ে তুলে এ বছরের সর্বসেরা স্কুলের শিরোপা ছিনিয়ে নিয়েছে বিনোদিনী গার্লস হাই স্কুল। ২০২০-তে তাদের থিম ‘পথের পাঁচালি ইন রিভার্স’।

Advertisement
Binodini-Girls
বিনোদিনী গার্লস

প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছে উত্তর কলকাতার টাকী হাউস গভর্নমেন্ট স্পনসর্ড গার্লস হাই স্কুল। এককথায় তাদের পুজো সর্বাঙ্গ-সুন্দর। যুগ্ম দ্বিতীয় শ্রীঋতম বিদ‌্যাপীঠ। থিম ভাবনা প্রকৃতি এবং পরিবেশ। মণ্ডপের মধুবনী চিত্রকলা আলাদা করে নজর কেড়ে নিয়েছে বিচারকদের। হাতের সূক্ষ্ম কাজের মাধ‌্যমে পড়ুয়ারা দেখিয়েছে, কীভাবে নগরায়নের প্রভাবে তিলে তিলে ধ্বংস হচ্ছে পরিবেশ। পাশাপাশি এই বার্তা দিয়েছে যে, ঠিক কীভাবে এ সবের হাত থেকে রক্ষা করা যায় পরিবেশকে।

Taki
টাকী হাউস গভর্নমেন্ট স্পনসর্ড গার্লস হাই স্কুল
Ritam-institute
শ্রীঋতম বিদ‌্যাপীঠ

প্রতিযোগিতায় তৃতীয় সেরা দ‌্য পার্ক ইন্‌স্টিটিউশন। এদেরও মূল বিষয় পরিবেশ। গামছা দিয়ে তৈরি হয়েছিল শিল্পকর্ম। 

Park
দ‌্য পার্ক ইন্‌স্টিটিউশন

এছাড়াও সেরা পরিবেশের জন‌্য পুরস্কৃত হয়েছে দি স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুল। সাম্প্রতিক বহু আলোচ‌্য এনআরসির বিরোধিতাকেই থিম হিসাবে তুলে ধরেছে এই স্কুল। দেশের বিভিন্ন ভাষা এবং ধর্মের বৈচিত্র‌্যর পাশাপাশি তুলে ধরা হয়েছে খাদ‌্যাভ‌্যাস এমনকী সংস্কৃতির বিভিন্নতাও। যিশুপুজার সঙ্গেই হয়েছে বাণীবন্দনা।

Scotish
স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুল

ব্রাজিল এবং অস্ট্রেলিয়াতে ভয়াবহ দাবানলের গ্রাসে বনভূমির ক্ষয়ক্ষতিকে মণ্ডপসজ্জায় তুলে ধরে সেরা নান্দনিকতার জন‌্য পুরস্কৃত হয়েছে বড়িশা গার্লস হাই স্কুল।

Barisha
বড়িশা গার্লস হাই স্কুল

[আরও পড়ুন: থিমেও CAA বিরোধিতা, বিশ্ববিদ্যালয়-কলেজের সরস্বতী পুজোতেও প্রতিবাদ]

প্রসঙ্গত, প্রতিযোগিতায় প্রথম স্থানাধিকারীর পুরস্কারের অর্থমূল‌্য ২৫,০০০ টাকা, দ্বিতীয় স্থানাধিকারীর পুরস্কার অর্থমূল‌্য ২০,০০০ টাকা, তৃতীয় স্থানাধিকারীর পুরস্কার অর্থমূল‌্য ১০,০০০ টাকা। এছাড়াও সেরা পরিবেশ ও সেরা নান্দনিকতা বিভাগে জয়ীর পুরস্কার অর্থমূল‌্য ১০,০০০ টাকা করে।

সংবাদ প্রতিদিন আয়োজিত ‘সরস্বতীর সেরা স্কুল’ প্রতিযোগিতায় এবছর মুখ্য সহযোগী জেআইএস গ্রুপ। প্রধান সহযোগী হিসাবে রয়েছে ‘পতাকা গ্রুপ’ এবং ‘ব‌্যাঙ্ক অফ বরোদা’। সুস্বাস্থ্য সহযোগী ‘সুরক্ষা ডায়াগনস্টিক্স’। সহযোগী ‘কেয়ারিং মাইন্ডস’, চ‌্যানেল সহযোগী ‘আর প্লাস নিউজ’। রেডিও সহযোগী ‘ফিভার এফএম’। প্রতিযোগিতার স্যাটেলাইট চ্যানেল পার্টনার ‘আর প্লাস নিউজ’। এবারের প্রতিযোগিতায় বিচারকের ভূমিকায় ছিলেন অভিনেত্রী সোনালি রায়, কাঞ্চনজঙ্ঘা ও এভারেস্টজয়ী রুদ্রপ্রসাদ হালদার, অভিনেতা রোহিত মুখোপাধ্যায়, অভিনেতা শুভ্রজিৎ দত্ত, বিশিষ্ট গায়ক সৌমিত্র রায় এবং বিশিষ্ট নাট‌্য ব‌্যক্তিত্ব ও বাচিক শিল্পী সৌমিত্র মিত্র। বিশেষ কৃতজ্ঞতা জানানো হচ্ছে জেআইএস গ্রুপের শ্রী তরণজিৎ সিং, সুরক্ষা ডায়াগনস্টিক্সের শ্রী সোমনাথ চট্টোপাধ‌্যায়, পতাকা গ্রুপের শ্রী শরিফ হুসেন, কেয়ারিং মাইন্ডসের শ্রীমতী মিনু বুধিয়া এবং ব‌্যাঙ্ক অফ বরোদার তরফে শ্রী অমিত চোখানিকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ