Advertisement
Advertisement

Breaking News

শহরের রাস্তায় ফের চলন্ত বাসে আগুন, দেখুন ভিডিও

আগুনে পুড়ে ছাই কলকাতা-বর্ধমান রুটের সরকারি বাস৷

State bus on fire in kolkata
Published by: Tanumoy Ghosal
  • Posted:December 19, 2018 2:45 pm
  • Updated:December 19, 2018 2:45 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের শহরের রাস্তায় চলন্ত বাসে আগুন৷ অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা৷ বুধবার সকালে ঘটনাটি ঘটেছে কলকাতা বিমানবন্দর লাগোয়া যশোর রোডে৷ বাসটি ভস্মীভূত হয়ে গিয়েছে৷ এদিকে এই ঘটনার জেরে বেশ কিছুক্ষণ বন্ধ ছিল যশোর রোডের কলকাতামুখী লেনটি৷ ফলে যশোর রোডে তীব্র যানজট তৈরি হয়৷ দমকলের অনুমান, ইঞ্জিনে শর্ট সার্কিটের জন্য বাসে আগুন লেগে গিয়েছিল৷

[ ক্যানসার আক্রান্ত প্রেমিকাকে নিয়ে মাঝগঙ্গায় মরণঝাঁপ প্রেমিকের

Advertisement

বুধবার সকালে বর্ধমান থেকে কলকাতার দিকে আসছিল একটি সরকারি বাস৷ বাসে জনা পঞ্চাশেক যাত্রী ছিলেন৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সাড়ে দশটা নাগাদ বাসটি যখন বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে থেকে বিমানবন্দরের আড়াই নম্বর গেট লাগোয়া যশোর রোডে পৌঁছয়, তখন আচমকাই ইঞ্জিনের দিক থেকে ধোঁয়া বেরতে থাকে৷ তড়িঘড়ি বাস থেকে যাত্রীদের নামিয়ে আনা হয়৷ এরপরই দাউদাউ করে বাসটিতে আগুন জ্বলতে থাকে৷ প্রথমে বিমানবন্দরের নিজস্ব দমকল বাহিনী আগুন নেভানোর কাজ শুরু করে৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় রাজ্য সরকারের দমকলবাহিনী৷ আধঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে৷ তবে ততক্ষণে পুড়ে ছাই হয়ে গিয়েছে সরকারি বাসটি৷ এদিকে সাতসকালে এমন ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় দমদম বিমানবন্দর লাগোয়া এলাকায়৷ যতক্ষণ বাসটিতে আগুন জ্বলছিল, ততক্ষণ যশোর রোডের কলকাতামুখী লেনটি বন্ধ ছিল৷ ফলে সকালের ব্যস্ত সময়ে বিমানবন্দরের সামনে তীব্র যানজট তৈরি হয়৷ দুপুর বারোটা নাগাদ যশোর রোডে ফের স্বাভাবিক হয় যান চলাচল৷

Advertisement

কিন্তু, বাসে আগুন লাগল কী করে? দমকলের অনুমান, বাসের ইঞ্জিনে সম্ভবত শর্ট সার্কিট হয়েছিল৷ আর তা থেকে বাসে আগুন লেগে যায়৷ দিন কয়েক আগে বিমানবন্দর থেকে উল্টোডাঙা যাওয়ার পথে কৈখালিতে ভিআইপি রোডের উপর একটি সরকারি এসি বাসে আগুন লেগে গিয়েছিল৷ সেবারও অল্পের জন্য রক্ষা পেয়েছিলেন যাত্রীরা৷  

দেখুন ভিডিও:

 

[ অমিল ট্রেনের টিকিট, বিজেপি মহিলা মোর্চার সম্মেলনে যাত্রাভঙ্গ ৫০০ প্রতিনিধির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ