Advertisement
Advertisement

উপস্থিতি কম থাকায় পরীক্ষায় বসতে বাধা, ধুন্ধুমার কাণ্ড সাউথ সিটি কলেজে

গোলপার্কে অবরোধ, গাড়ি ভাঙচুরের চেষ্টা পড়ুয়াদের৷

Student protest at Kolkata College
Published by: Tanumoy Ghosal
  • Posted:November 30, 2018 3:54 pm
  • Updated:November 30, 2018 3:59 pm

দীপঙ্কর মণ্ডল: ক্লাসে উপস্থিতি কম, পরীক্ষায় বসতে দেওয়া হচ্ছে না পড়ুয়াদের৷ ধুন্ধুমার কাণ্ড সাউথ সিটি কলেজে৷ গোলপার্কের মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভে শামিল পড়ুয়ারা৷ বেশ কয়েকটি গাড়িও ভাঙচুরের চেষ্টা হয় বলে অভিযোগ৷ শেষ খবর অনুযায়ী, অবরোধ এখনও চলছে৷ এলাকায় মোতায়েন প্রচুর পুলিশ৷ ছাত্র বিক্ষোভের কারণে শুক্রবার সাউথ সিটি কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ৷ এদিকে গোলপার্কে অবরোধে আটকে পড়েন পরিচালক অঞ্জন দত্ত৷

[জেলে সরবরাহ হচ্ছে ভেজাল তেল, ঠিকাদারের বিরুদ্ধে অভিযোগ কারা দপ্তরের]

Advertisement

পরীক্ষার মরশুমে কলেজে হাজিরা নিয়ে কড়াকড়িতে ক্ষোভ বাড়ছে পড়ুয়াদের৷ কোথাও ছাত্র সংসদ সদস্যদের বিরুদ্ধে টাকা নিয়ে উপস্থিতির হার বাড়িয়ে দেওয়া, কোথাও আবার কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে হাজিরার খাতায় গরমিলের অভিযোগ ওঠেছে৷ শুক্রবার সকালে সাউথ সিটি কলেজের গেটে বিক্ষোভ দেখাচ্ছিলেন পড়ুয়ারা৷ কিন্তু, বিক্ষোভকারীদের উপর পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ৷ এরপরই রাস্তায় নামেন সাউথ সিটি কলেজের পড়ুয়ারা৷ পুলিশের ব্যারিকেড ভেঙে দেওয়া হয়৷ গোলপার্ক মোড়ে শুরু হয় অবরোধ৷ রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা, মোতায়েন প্রচুর পুলিশকর্মী৷ সমস্ত পড়ুয়াকে পরীক্ষায় বসার অনুমতি না দেওয়া পর্যন্ত অবরোধ চলবে বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা৷  

Advertisement

কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় বসার জন্য কলেজে ন্যূনতম ৬০ শতাংশ উপস্থিতি বাধ্যতামূলক৷ সাউথ সিটি কলেজের পড়ুয়াদের অভিযোগ, উপস্থিতির হার কম থাকার কারণ দেখিয়ে চারশোরও বেশি পড়ুয়াদের ফর্ম ফিলআপ করতে দেয়নি কলেজ কর্তৃপক্ষ৷ শুক্রবার সাউথ সিটি কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ৷ একই কারণে পড়ুয়াদের বিক্ষোভে উত্তেজনা ছড়িয়েছে গুরুদাস কলেজেও৷ এদিকে ক্লাসে পড়ুয়াদের উপস্থিতি নিয়ে গত কয়েকদিন ধরে উত্তপ্ত দক্ষিণ কলকাতার বেহালা কলেজও৷ পড়ুয়াদের অভিযোগ, টাকার বিনিময়ে ক্লাসে উপস্থিতির হার বাড়িয়ে দিচ্ছেন টিএমসিপি পরিচালিত ছাত্র সংসদের সদস্যরা৷ দফায় দফায় বিক্ষোভে উত্তেজনা ছড়িয়েছে কলেজে৷ বেহালা কলেজের পরিচালন সমিতি ভেঙে দেওয়ার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী৷

[ ‘অজানা গাড়ি’র ধাক্কায় শহরে বাড়ছে মৃত্যুর সংখ্যা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ