BREAKING NEWS

১২ আশ্বিন  ১৪৩০  শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ 

READ IN APP

Advertisement

তরুণীকে প্রেমের জালে ফাঁসিয়ে লক্ষাধিক টাকার প্রতারণা, ধৃত ইঞ্জিনিয়ার

Published by: Sangbad Pratidin Digital |    Posted: January 20, 2018 12:14 pm|    Updated: January 20, 2018 12:14 pm

Techie dupes woman of lakhs promising marriage

স্টাফ রিপোর্টার: ম্যাটরিমনি সাইটে পরিচয় করে অভিনব কায়দায় প্রতারণা!

[হেলমেট না পরায় সিভিক ভল্যান্টিয়ারদের ‘মার’, মৃত্যু বাইক আরোহীর]

ইঞ্জিনিয়ার তরুণীকে প্রেমের জালে ফাঁসিয়ে সোয়া দশ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ এক সফটওয়্যার ইঞ্জিনিয়ার সুনীত মুখোপাধ্যায়ের বিরুদ্ধে। শনিবার সকালে তাকে উত্তর ২৪ পরগনার খড়দা থেকে গ্রেপ্তার করেছে বিধাননগর থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, সল্টলেক সেক্টর ফাইভে একটি সফটওয়্যার কোম্পানিতে কর্মরত এক মহিলার সঙ্গে ভারত ম্যাটরিমনিতে পরিচয় হয় খড়দার সুনীত মুখোপাধ্যায়ের সঙ্গে। পরিচয় গাঢ় হয়। দু’জনের মধ্যে একটি সম্পর্কও তৈরি হয় বলে অভিযোগ তরুণীর।

[এবার অ্যাপেই মিলবে বইমেলার স্টলের হদিশ]

এরপরই সুনীত একদিন হঠাৎ ওই তরুণীকে বলে, তার বোন অসুস্থ। সিঙ্গাপুরে রয়েছে। এখনই সেখানে যেতে হবে টাকা প্রয়োজন। এই অজুহাতে মোট সোয়া দশ লক্ষ টাকা তরুণীর কাছ থেকে হাতিয়ে নেয় সুনীত। টাকা নেওয়ার পর থেকে ওই তরুণীর ফোন ধরছিল না সুনীত। যোগাযোগ করতে চাইলে সে তরুণীকে জানিয়ে দেয় তাঁকে সে চেনে না। এরপরই বিধাননগর থানার অভিযোগ দায়ের করেন তরুণী। সেই অভিযোগের ভিত্তিতে সুনীতকে এদিন সকালে খড়দা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

[পিছু হটল আমরি, ঐত্রীর পরিবারের কাছে ক্ষমা চাইল হাসপাতাল কর্তৃপক্ষ]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে