Advertisement
Advertisement

Breaking News

স্বর্ণকমল সাহার বাড়িতে চুরির কিনারা করল পুলিশ, বমাল গ্রেপ্তার চোর

ধৃত বাঘা নামের এক দুষ্কৃতী।

Thieves who broke into TMC's Swarnakamal Saha’s residence, caught
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 24, 2018 2:26 pm
  • Updated:July 27, 2019 6:34 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তৃণমূল বিধায়ক স্বর্ণকমল সাহার বাড়িতে চুরির ঘটনার তদন্তে নেমে বমাল চোরকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশের অ্যান্টি-বার্গলারি টিম। সূত্রের খবর, চুরির কিনারা করতে নেমে পুলিশ বাশার আলি খান (২৩) ওরফে বাঘাকে গ্রেপ্তার করেছে। তার বাড়ি ঘুঁটিয়ারি শরিফে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে বিধায়কের বাড়ি থেকে চুরি যাওয়া ক্যামেরা, ল্যাপটপ।

[ট্যারান্টুলা মাকড়সার কামড়ে মৃত্যু! হুগলিতে প্রবল আতঙ্ক]

বৃহস্পতিবার রাতে স্বর্ণকমল সাহার বাড়ি থেকে ল্যাপটপ ও ক্যামেরা নিয়ে চম্পট দেয় চোর। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে চোরের গতিবিধি। ওই ফুটেজ দেখে তদন্তে নামে নিউ মার্কেট থানার পুলিশ। মধ্য কলকাতার এন্টালি বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক স্বর্ণকমল সাহা। চোরের গতিবিধি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে৷ সূত্রের খবর, সেখানে দুষ্কৃতীর চেহারা খানিকটা ধরা পড়ে৷ ওই ছবি দেখেই তদন্তে নামে পুলিশ৷ নিউ মার্কেট থানার সঙ্গেই এই ঘটনার তদন্তে নামেন লালবাজারের গোয়েন্দারাও৷

Advertisement

স্বর্ণকমলের ছেলে সন্দীপনও জনপ্রতিনিধি। কলকাতা পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনি। বিধায়কের পরিবারের লোকেরা জানিয়েছেন, বৃহস্পতিবার রাত ২টো নাগাদ দোতলার বারান্দা দিয়ে বাড়িতে ঢোকে এক দুষ্কৃতী। বারান্দায় বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর, ঠাকুরঘরে যায় সে। এরপর চারতলায় বিধায়ক-পুত্রের ঘরে লুটপাটের করার চেষ্টা করেন দুষ্কৃতী। বিষয়টি টের পাওয়ার পর, চিৎকার করতে শুরু করেন সন্দীপন। পরিস্থিতি বেগতিক বুঝে চম্পট দেয় চোর। শুক্রবার সকালে নিউ মার্কেট থানায় চুরি অভিযোগ দায়ের করেন এন্টালির বিধায়ক। স্বর্ণকমল সাহা জানিয়েছেন, কয়েক মাস আগে তাঁর ছোট ছেলের বিয়ে হয়েছে। সম্ভবত বিয়ের গয়না হাতাতেই বাড়িতে হানা দিয়েছিল চোর।

Advertisement

[বিধায়ক স্বর্ণকমল সাহার বাড়িতে চুরি, খোয়া গেল ল্যাপটপ ও ক্যামেরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ