Advertisement
Advertisement

Breaking News

নুসরত জাহান

গুজবে কান দেবেন না, শারীরিক অসুস্থতা নিয়ে বিতর্ক উড়িয়ে বললেন নুসরত

কী বললেন তৃণমূল সাংসদ? দেখুন ভিডিও।

TMC MP Nusrat Jahan junks rumors about her physical condition
Published by: Sandipta Bhanja
  • Posted:November 20, 2019 10:50 am
  • Updated:November 20, 2019 12:15 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবার রাত, প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে বাইপাসের এক বেসরকারি হাসপাতালে ভরতি হয়েছিলেন তৃণমূল সাংসদ নুসরত জাহান। তাঁর শারীরিক অসুস্থতা নিয়ে দিন তিনেকের মধ্যে কম জলঘোলা হয়নি। সোমবার বেলা বাড়তেই চারিদিক থেকে শোনা গিয়েছে একাধিক রটনা। মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ নাকি শ্বাসকষ্ট? সেই জল্পনা শুরু হয়েছিল রাজনৈতিক মহলে। এমনকী, মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ খেয়েই যে নিদারুণ শ্বাসকষ্টের শিকার হয়েছিলেন নুসরত, এমনটাও শোনা গিয়েছে। বেসরকারি হাসপাতালের তরফে ফুলবাগান থানায় ড্রাগ ওভারডোজের মামলাও করা হয়েছে। কী কারণে অভিনেত্রী তথা বসিরহাটের তৃণমূল সাংসদ মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ সেবন করেছিলেন, সে প্রশ্নও কিন্তু উঠেছে। অবশেষে তাঁর শারীরিক অবস্থা সম্পর্কিত যাবতীয় ধোঁয়াশা নিয়ে মুখ খুললেন সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহান।

মঙ্গলবার নুসরত নিজেই একটি ভিডিও পোস্ট করে জানান যে, আপাতত সুস্থ তিনি। তবে দিন দুয়েকের বিশ্রাম দরকার। তারপরই সংসদীয় এলাকা পরিদর্শনে যাবেন। এমনকী পার্লামেন্টে সদ্য শুরু হওয়া শীতকালীন অধিবেশনে যোগ দিতে দিল্লিতেও যাবেন দিন কয়েকের মধ্যে। উপরন্তু, সামনেই নুসরত অভিনীত ‘অসুর’ ছবি মুক্তি পাচ্ছে। তাই ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই প্রোমোশনের কাজে কোমর বেঁধে নেমে পড়বেন অভিনেত্রী। অতঃপর জোরকদমে কাজ শুরুর আগে দিন দুয়েক বিশ্রাম নেবেন নুসরত। মঙ্গলবার এমনটাই জানালেন তিনি।

Advertisement

[আরও পড়ুন: পশু সুরক্ষায় কড়া আইন চাই, লোকসভায় সরব সাংসদ মিমি ]

রবিবার রাতে স্বামী নিখিল জৈনের জন্মদিনের পার্টিতে আচমকাই অসুস্থ হয়ে পড়েন নায়িকা। তড়িঘড়ি ভরতি করা হয় হাসপাতালে। প্রায় চব্বিশ ঘণ্টা চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকার পর সোমবার রাতে হাসপাতাল থেকে ছাড়া পান নুসরত জাহান। তারপর প্রায় চুপিসারেই পাম অ্যাভিনিউয়ের বাড়িতে চলে যান।

Advertisement

তা এখন কেমন আছেন তৃণমূল সাংসদ? আপাতত মা-বাবার সঙ্গে রয়েছেন। বিশ্রামে রয়েছেন। নায়িকার কথায়, “ডাস্ট অ্যালার্জি থেকেই রবিবার শ্বাসকষ্টের সমস্যা শুরু হয়। কোনও রকম গুজবে কান দেবেন না। অনেক কাজ পড়ে রয়েছে। দিন দুয়েক বিশ্রাম নিয়েই কাজে ফিরব।” ছোট থেকেই অ্যাজমার সমস্যা রয়েছে। তাই শ্বাসকষ্টের সমস্যা শুরু হলে হাতের কাছে ইন-হেলার না থাকলেই প্রচণ্ড শরীর খারাপ হয়ে যায় তাঁর। এমনটাই জানালেন অভিনেত্রী তথা সাংসদ নুসরত জাহান।    

[আরও পড়ুন: একুশের লক্ষ্যে আরও বেশি করে তারকাদের দলে টানার কৌশল বিজেপির ]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Thank you all for your wishes, prayers, calls & messages. ❤️

A post shared by Nusrat (@nusratchirps) on

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ