Advertisement
Advertisement

Breaking News

পার্থ চট্টোপাধ্যায়

‘বিদ্যাসাগরের মূর্তি তৈরি করব আমরাই’, মোদিকে চ্যালেঞ্জ করে ঘোষণা শিক্ষামন্ত্রীর

নির্বাচন কমিশনের ভূমিকায় যথেষ্ট ক্ষুব্ধ পার্থ চট্টোপাধ্যায়৷

West Bengal State government will be makes statue of Vidyasagar
Published by: Sayani Sen
  • Posted:May 17, 2019 4:45 pm
  • Updated:May 17, 2019 4:45 pm

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: বিদ্যাসাগরের মূর্তি ভাঙচুরের ঘটনায় ইতিমধ্যেই মাথাচাড়া দিয়েছে বিতর্ক৷ তার মাঝে বৃহস্পতিবার পঞ্চধাতুর মূর্তি তৈরি করে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী স্বয়ং৷ সেই ঘোষণা ‘ঔদ্ধত্যপূর্ণ’ বলে পালটা জবাব জনসভা থেকেই দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ শুক্রবার সাংবাদিক বৈঠক করে সেই সুরেই গলা মেলালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ রাজ্য সরকারই মূর্তি তৈরি করবে বলেই জানালেন তিনি৷

[ আরও পড়ুন: দিনভর আটকে রাখার অভিযোগ, প্রচারের শেষে ‘বিদ্যাসাগর’ পেলেন মাত্র ১৫০ টাকা]

শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘‘শিক্ষাদপ্তরের তত্ত্বাবধানে আবারও বিদ্যাসাগরের মূর্তি তৈরি হবে৷ আগেই বলেছিলাম, বিদ্যাসাগরের মিউজিয়াম তৈরি করব৷ খুব তাড়াতাড়ি তাঁর ব্যবহৃত সমস্ত সামগ্রী নিয়ে ওই সংগ্রহশালা তৈরি করব৷ বিদ্যাসাগর কলেজ হেরিটেজের মতো করে তৈরি হবে৷’’ চলতি বছর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশত জন্মবার্ষিকী৷ তা পালন করার কথা আগেই ঘোষণা করেছিল রাজ্য সরকার৷ মূর্তি ভাঙচুরের ঘটনায় সেই সূচিতে কোনও বদল আসবে না বলেই জানিয়েছেন শিক্ষামন্ত্রী৷

Advertisement

[ আরও পড়ুন: মূর্তি ভাঙার তদন্তে সিট গঠন, সরানো হল আমহার্স্ট স্ট্রিট থানার ওসিকে]

সপ্তম দফার ভোটের আগে মঙ্গলবার শহরে প্রচারে আসেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ শহরে বিজেপির অন্যতম শীর্ষ নেতার রোড শো চলাকালীন অশান্তির সূত্রপাত৷ ব্যানার, ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়৷ ভাঙচুর করা হয় নির্বাচন কমিশনের গাড়িও৷ সন্ধেয় মিছিল পৌঁছায় বিদ্যাসাগর কলেজের কাছে৷ তখন প্রায় অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় তিলোত্তমায়৷ ভাঙচুর করা হয় বিদ্যাসাগরের মূর্তিও৷

Advertisement

এই ঘটনার পর থেকে চলছে রাজনৈতিক কাদা ছোঁড়াছুঁড়ি৷ বিজেপির অভিযোগ, বিদ্যাসাগরের মূর্তি ভাঙার সঙ্গে জড়িত তৃণমূল ছাত্র পরিষদ৷ যদিও শিক্ষামন্ত্রী সেই দাবি নস্যাৎ করেছেন৷এদিন তিনি বলেন, ‘‘গেরুয়া উত্তরীয় পরা বেশ কয়েকজন গদা দিয়ে ঐতিহ্যকে ভেঙে দিয়েছে৷ যারা ভেঙেছে তারাই শুধু লজ্জা পেল না৷’’ বৃহস্পতিবারই নির্বাচন কমিশনের সিদ্ধান্তে মূর্তি ভাঙচুরের ঘটনায় আমহার্স্ট স্ট্রিট থানার ওসিকে বদল করা হয়৷ এছাড়াও তার আগে রাজীব কুমারকে সরিয়ে দেওয়ার ঘটনার প্রসঙ্গ তুলে নির্বাচন কমিশনকে পক্ষপাতদুষ্ট বলে অভিযোগ করেন পার্থ চট্টোপাধ্যায়৷ নির্বাচন কমিশন দপ্তরকে বিজেপির কার্যালয় বলে মনে হচ্ছে বলেও কটাক্ষ তাঁর৷পাশাপাশি বিদ্যাসাগর মূর্তি ভাঙচুরের পরবর্তী সময়ে আর্মহার্স্ট স্ট্রিট থানার ওসি বদল, রাজীব কুমারকে সরিয়ে দেওয়া নিয়েও এদিন নিজের ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ