Advertisement
Advertisement

Breaking News

টিকটক

মহাকরণের সামনে দাঁড়িয়ে TikTok ভিডিও! তাড়া খেয়ে আহত তরুণ

হাসপাতালে চিকিৎসাধীন ওই তরুণ।

Youth injured during making Tiktok video infront of writers building
Published by: Tiyasha Sarkar
  • Posted:March 11, 2020 11:48 am
  • Updated:March 11, 2020 11:48 am

অর্ণব আইচ: মহাকরণের সামনে দাঁড়িয়ে টিকটক ভিডিও করতে গিয়ে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির তাড়া খেয়ে আহত হলেন এক তরুণ। খবর পেয়ে হেয়ার স্ট্রিট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে ওই তরুণকে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন তিনি।

টিকটিক ভিডিও করতে গিয়ে প্রায়শই অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হতে হয় নেটিজেনদের। এমনকী প্রায়হানির ঘটনাও ঘটে। এবার টিকটক ভিডিও করতে গিয়ে হাসপাতালে ঠাঁই হল তরুণের। ঠিক কী হয়েছিল এদিন? পুলিশ জানিয়েছে, মঙ্গলবার বিকেলে কয়েকজন তরুণ মহাকরণের সামনে দাঁড়িয়ে সেলফি তুলছিলেন। সেই সঙ্গে টিকটকও করছিলেন। আচমকা হঠাৎই মানসিক বিপর্যস্ত এক ব্যক্তি তাঁদের সামনে চলে আসে। ওই যুবকদের তাড়া করতে শুরু করে ওই ব্যক্তি। স্বাভাবিকভাবেই ভয় পেয়ে চিৎকার করতে করতে দৌড়তে শুরু করেন তরুণরাও।

Advertisement

[আরও পড়ুন: ২১৫ বছরের রীতি মেনে দোলেই দু্র্গা আরাধনা হয় এই শহরে]

সেই সময়ই তাঁদের মধ্যে একজন পড়ে যান। তাঁর শরীরের বিভিন্ন জায়গায় আঘাত লাগে। ছুটে আসে পুলিশ। পুলিশকর্মীরাই তাঁকে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন। যদিও মহাকরণের সামনে কেন তাঁরা ছবি তুলছিলেন, তা নিয়ে তরুণদের প্রশ্নের মুখে পড়তে হয়। তরুণরা পুলিশকে জানান, তাঁরা জানতেন না যে, মহাকরণের সামনে ছবি তোলা যায় না। যদিও জিজ্ঞাসাবাদের পর তরুণদের ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

[আরও পড়ুন: সংশোধানাগারে বন্দির হাতে মোবাইল! ঘটনায় হতবাক পুরুলিয়া কারারক্ষীরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ