সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অশ্লীল কনটেন্ট দেখানোর অভিযোগ। ১৪টি ওটিটি অ্যাপকে ভারতে নিষিদ্ধ ঘোষণা করল কেন্দ্র। ভারতীয়দের তথ্য সুরক্ষিত রাখতে বেশ কিছু অ্যাপকেও সরকারের তরফে ব্লকও করা হয়েছে বলে খবর।
বুধবার লোকসভায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জানান, ২০২১ সালে আইন প্রণয়ন করে ভারতে পর্নোগ্রাফি প্রদর্শনের ক্ষেত্রে একাধিক নির্দেশিকা জারি করা হয়েছিল। তা না মেনেই কিছু অ্যাপ আপত্তিকর কনটেন্ট দেখাচ্ছিল বলে অভিযোগ। সেই কারণেই ২০২১ সালের তথ্য প্রযুক্তি আইনের ভিত্তিতে ১৮ টি ওটিটি প্ল্য়াটফর্মকে ব্যান করেছে কেন্দ্র। এখানেই শেষ নয়, অ্যাপগুলোর মালিকের বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে। শুধু ওটিটি নয়, এই প্ল্য়াটফর্মগুলো দর্শক টানতে ফেসবুক, ইনস্টাগ্রামের মতো সোশাল মিডিয়াগুলোকেও ব্যবহার করত বলে দাবি। সেখানে আপলোড করা হত ছোট ছোট ক্লিপ। যা দেখে বহু মানুষ অ্যাপগুলো ডাউনলোড করতেন পুরো ভিডিও দেখতে।
একনজরে দেখে নিন নিষিদ্ধ করা হল কোন অ্যাপকে
১.আনকাট আড্ডা
২. ভুভি
৩.ড্রিমস ফিল্মস
৪.ইয়েসমা
৫.ট্রি ফ্লিকস
৬.এক্স প্রাইম
৭.নিওন এক্স ভিআইপি
৮.বেশরমস
৯. হান্টারস
১০. ব়্যাবিট
১১. এক্সট্রামুড
১২.নিউফ্লিক্স
১৩.মোজফ্লিক্স
১৪.হট শটস ভিআইপি
১৫. ফুজি
১৬.মুডএক্স
১৭.চিকোফ্লিক্স
১৮ প্রাইম প্লে
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.