Advertisement
Advertisement

৫০০ ও ১০০০ টাকার নোট নেওয়া বন্ধ করল flipkart-amazon

অনলাইনে কেনাকাটা করতেও এবার দরকার ১০০ টাকার নোট৷

Amazon Disables Cash on Delivery option
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 9, 2016 8:42 pm
  • Updated:September 8, 2020 1:58 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশজুড়ে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল বলে ঘোষণা করতেই ই-কমার্স সাইটগুলি ‘ক্যাশ অন ডেলিভারি’ বা সিওডি পরিষেবা সীমিত করে দিল৷ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-র নয়া নির্দেশ আসতেই ‘ডিজিটাল মানি’ ব্যবহারের দিকে আরও একধাপ এগিয়ে গেল দেশ৷

কিন্তু কেন্দ্রের এই নয়া নিয়মে দেশের জনপ্রিয় ই-কমার্স সাইটগুলি তাদের কেনাকাটা সংক্রান্ত নিয়মকানুন খানিকটা পাল্টে ফেলেছে৷ যার জেরে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ৷ এ দেশে এখন কেনাকাটার বহুল প্রচলিত মাধ্যম হল ইন্টারনেট৷ অনলাইনে মনপসন্দ জিনিস কিনে, বাড়িতে পণ্য এলে নগদে দাম মেটানোর অভ্যাসের সঙ্গে বেশ পরিচিত আম আদমি৷ কিন্তু আমাজন-এর মতো ই-কমার্স সাইট বুধবার থেকে ‘ক্যাশ অন ডেলিভারি’ পরিষেবা আপাতত সীমিত রাখার সিদ্ধান্ত নিয়েছে৷ ওই সংস্থার দাবি, মানুষের নিত্যপ্রয়োজনীয় দ্রব্য কেনার খরচ মেটাতে নগদ টাকার দরকার৷ সাধারণ মানুষের ঘরে যাতে সেই টাকা থাকে তার জন্যই আমাজন-এ কেনাকাটা করতে নেট ব্যাঙ্কিংয়ে উৎসাহ দেওয়া হচ্ছে৷ পাশাপাশি, ‘আমাজন ওয়ালেট’ মারফত লেনদেন চালু থাকবে, তবে ৫০০ ও ১০০০ টাকার নোটের লেনদেন আপাতত বন্ধ থাকবে৷

Advertisement

Advertisement

একেবারে বন্ধ না করলেও ফ্লিপকার্ট ও স্ন্যাপডিল জানিয়ে দিয়েছে, ৫০০ ও ১০০০ টাকার নোট তারা নেবে না৷ অর্থাৎ, ৫০০ টাকার বেশি দামের যে কোনও পণ্য কিনতে ১০০ টাকার নোট দিতে হবে ক্রেতাকে৷ একই বক্তব্য ওলা-উবের-এর মতো অ্যাপ নির্ভর ক্যাব সার্ভিসেরও৷ তারা গ্রাহকদের মেল ও এসএমএস করে জানিয়ে দিয়েছে, এখন থেকে ভাড়া মেটাতে ৫০০ ০ ১০০০ টাকার নোটে ব্যবহার চলবে না৷ প্রয়োজনে ভার্চুয়াল ওয়ালেটে টাকা ভরে ভাড়া মেটান৷ বাড়িতে খাবার পৌঁছে দেওয়ার বন্দোবস্ত করে, এমন কয়েকটি অ্যাপ বিভ্রান্তি এড়াতে ‘ডিজিটাল’ মানি ছাড়া অন্য কোনও মাধ্যমে লেনদেন আপাতত বন্ধ রেখেছে৷ এ কথা টুইটার অ্যাকাউন্টে জানিয়েও দিয়েছে জোম্যাটো ও সুইগগি৷

অন্যদিকে, কেন্দ্রের এই সিদ্ধান্তে পোয়াবারো পেটিএম-এর মতো ডিজিটাল ওয়ালেট পরিষেবার৷ দেশকে ‘ডিজিটাল মানি’ ব্যবহারের পথে আরও একধাপ এগিয়ে দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে বাহবা জানাচ্ছে তারা৷ ভিড়ের ভয়ে যাঁরা ব্যাঙ্কমুখো হতে ভয় পাচ্ছেন, তাঁরা খুব সহজেই অ্যাকাউন্টের টাকা ট্রান্সফার করতে পারেন পেটিএম-এর মতো ডিজিটাল ওয়ালেট-এ৷ এবার সেই ওয়ালেট থেকে যত খুশি কেনাকাটা করুন, খান বা ট্যাক্সি চাপুন৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ